SportsBreaking News
বাংলাদেশকে ২২২-এ আটকে শেষ বলে জিতল ভারত
২৮ সেপ্টেম্বরঃ শেষ বলে জিতল ভারত। জিতল এশিয়া কাপ। এ নিয়ে সাতবার নিজেদের দখলে নিল মহাদেশ সেরার খেতাব। প্রচণ্ড উত্তেজনাকর ম্যাচে অত্যন্ত ঠাণ্ডা মাথায় ব্যাট চালালেন কেদার যাদব। এমএস আউট হতেই প্রমাদ গুণছিলেন সবাই। জাদেজার উইকেট খুইয়ে একে যেন আরও নিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছিল। এ ম্যাচ জিততে পারে না, সবার যখন এমন চর্চা, তখনই ঘুরে দাঁড়ালেন কেদার যাদব। শেষ ওভারের আগে ৬ রান চাই। পরে ৫ বলে ৫ চাই। ৪ বলে ৪, ৩ বলে ২, ২ বলে ২, একেবারে শেষ মুহূর্তে শেষতম বলটিতে ১ রানের প্রয়োজন। লেগ-বাই পেলেন কেদার, জিতে গেল ভারত।
এশিয়া কাপ দখলের কৃতিত্ব বোলারদেরও। তাঁরা বাংলাদেশকে ২২২ রানে আটকে দিয়েছিলেন বলে রক্ষা। ঠাণ্ডা মাথায় ম্যাচ সামলেছেন রোহিতও। রবি শাস্ত্রী বললেন, বিশেষ মুহূর্তগুলিতে অধিনায়কের বোলার নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। রবীন্দ্র জাদেজার কথায়, নিজের সেরাটা নিঙড়ে দেওয়ার চেষ্টা করেছি। শেষপর্যন্ত দেশের জন্য জিততে পেরে বড় আনন্দ হচ্ছে। আরেক সফল বোলার ভুবনেশ্বর কুমার বুমরার সঙ্গে কৃতিত্ব ভাগ করে নিলেন। আর কেদার বললেন কুলদীপের কথা। যোগ্য সহযোগী পেয়েছিলাম শেষ ওভারে।
শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরা তেমন রান যোগ করতে না পারায় ২২২ রানেই খেলা শেষ করে দিতে হয় তাদের। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার এশিয়া কাপে তাঁদের প্রতিদ্বন্দ্বী ভারত। এর আগের ম্যাচে বুধবার পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে শেষরক্ষা হল না তাদের। তাই বলে টিম-বাংলাদেশ মোটেও দুর্বল নয়। শেষ বলটি পর্যন্ত দুশ্চিন্তায় রেখেছে ভারতকে। ধাওয়ান আর রায়ুদুর উইকেট তাঁরা হেসেখেলে নিয়ে গিয়েছিল। অধিনায়ক রোহিত তখন ২২ গজের একদিক ধরে রাখলেন।পরে দীনেশ কার্তিক এলে তাঁকে নিয়ে জয়ের ভিত তৈরি করেন। কার্তিক-ধোনির ৫৪ রানের জুটিও কম গুরুত্বপূর্ণ নয়। রোহিত ৪৮, কার্তিক ৩৭, ধোনি ৩৬, যাদব ২৪। কোহলিকে ছাড়া খেলেই ৩ উইকেটে ম্যাচ বের করে নিলেন তাঁরা।