India & World UpdatesHappeningsBreaking News
২১ সেপ্টেম্বর শপথ নেবেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী
ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বর : দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা দেওয়ায় পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন অতিশী মারলেনা। গভর্নর ভি কে সাক্সেনা ২১ সেপ্টেম্বর এই শপথগ্রহণের দিন ঠিক করেছেন। ইতিমধ্যেই এবিষয়ে তিনি লিখিত চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।
শপথগ্রহণের পর অতিশীকে দিল্লি বিধানসভায় নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। আম আদমি পার্টিতে ২০১৩ সাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন অতিশী। দলের যেকোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। নিজের রাজনৈতিক কেরিয়ারে আইন, শিক্ষা, অর্থর মত দপ্তর সামলেছেন অতিশী।
তিনি দিল্লি বিধানসভায় একমাত্র মহিলা মন্ত্রী। দিল্লিতেই ইতিহাসে ডিগ্রি নিয়ে অতিশী অক্সফোর্ডে স্কলারশিপ পেয়ে মাস্টার্স সম্পূর্ণ করেন। তারপর ফিরে আসেন। কিছুদিন পর দ্বিতীয় মাস্টার্সের জন্য আবার উড়ে যান অক্সফোর্ডে। রাজনৈতিক কেরিয়ার শুরুর আগে স্বামী প্রবীণ সিংয়ের সঙ্গে মধ্যপ্রদেশের প্রত্যন্ত গ্রামে একটি ফার্ম এবং একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এবার মুখ্যমন্ত্রী পদে থেকে রাজধানীর নেতৃত্ব থাকবে তাঁরই হাতে।