NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

সাইক্লোনের দরুন শিলচর-ত্রিবান্দ্রম ট্রেন বাতিল

ওয়েটুবরাক, ২২ মে: যশ নামের সাইক্লোন তেড়েফুঁড়ে আসছে৷ সমুদ্রে ভয়ঙ্কর অবস্থা৷ তাই যাত্রী নিরাপত্তার কথা ভেবে উত্তর-পূর্ব সীমান্ত রেল বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে৷ এর মধ্যে শিলচর ও ত্রিবান্দ্রমের মধ্যে চলাচলকারী আপ এবং ডাউন দুটি ট্রেনও৷ শিলচর থেকে ত্রিবান্দ্রমগামী ট্রেনটির ২৫ মে রওয়ানা হওয়ার কথা ছিল৷  ত্রিবান্দ্রম থেকে রওয়ানা হতো ২৭ মে৷ দুটিই বাতিল হয়েছে৷

Rananuj

একই ভাবে বাতিল হয়েছে গুয়াহাটি ও বেঙ্গালুরু চলাচলকারী দুই জোড়া ট্রেন৷ এ ছাড়া, বাতিলের তালিকায় রয়েছে: ২৪ মের নিউ তিনসুকিয়া-তমবরম, ২৭ মের তমবরম-নিউ তিনসুকিয়া, ২৫ মের কেএসআর বেঙ্গালুরু-নিউ তিনসুকিয়া, ২৮ মের নিউ তিনসুকিয়া-কেএসআর বেঙ্গালুরু, ২৬ মের কামাখ্যা-যশবন্তপুর এবং ২৯ মের যশবন্তপুর-কামাখ্যা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker