Barak UpdatesHappeningsBreaking News
সক্ষমকে রোটারি গ্রিনল্যান্ডের সেলাই মেশিন
ওয়েটুবরাক, ১৩ জানুয়ারি : জাতীয় যুব দিবস উপলক্ষে সক্ষম সংস্থা পরিচালিত দিব্যাঙ্গজন বিকাশ কেন্দ্রে একটি সেলাই মেশিন দান করল রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর ।
‘সক্ষম’ সংস্থার কাছাড় জেলা ইউনিট দীর্ঘদিন ধরে শিলচরে দিব্যাঙ্গদের নিয়ে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালিয়ে আসছে। কুমুদরঞ্জন ভৌমিক নামে এক দিব্যাঙ্গ লকডাউনে প্রায় ছয় হাজার মাস্ক বানিয়ে বিক্রি করে সকলের প্রশংসা কুড়োন । কিন্তু সেন্টারে সেলাই মেশিন না থাকায় সকলের জন্য দ্রুত কাজ সম্পন্ন করা কঠিন হচ্ছিল । ফলে ভালো অর্ডারও নিতে পারছিলেন না দিব্যাঙ্গরা । এ কথা শুনেই এগিয়ে এলো রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর । বুধবার জাতীয় যুব দিবসে ক্লাবের পক্ষ থেকে দুই রোটারিয়ান অমলেন্দু বসাক ও অসীম ভট্টাচার্য সক্ষমের দিব্যাঙ্গ সেবা কেন্দ্রে গিয়ে মেশিনটি হস্তান্তর করেন । সক্ষমের পক্ষ থেকে রাজ্য সম্পাদক মিঠুন রায়, দিব্যাঙ্গ অভিভাবক অলোকা পাল ও প্রশিক্ষক বেবি দাস মেশিনটি সমঝে নেন ।