Barak UpdatesHappeningsBreaking News
১৯ মে পরীক্ষার দিন বদলের দাবি রূপমের
ওয়েটুবরাক, ১০ এপ্রিল: রাজ্যের শিক্ষা বিভাগ ১৯ শে মে তারিখেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের রুটিন প্রকাশ করেছে। রূপম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ করা হয়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিবাদে এই দিনে পরীক্ষা বাতিলের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু কার্যক্ষেত্রে সেই আশ্বাস কার্যকর করেনি৷ পুরনো সূচি পরিবর্তন করেনি।
রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, প্রতিটি ক্ষেত্রেই বরাক উপত্যকার সঙ্গে সরকারের বিমাতৃসুলভ ব্যবহার পরিলক্ষিত হয়। এবারও এর কোনও ব্যতিক্রম হয়নি।
তাঁর কথায়, উনিশে মে ভাষাশহিদ দিবস হিসাবে দীর্ঘদিন থেকে বরাক উপত্যকার সমস্ত ভাষাগোষ্ঠীই পালন করে চলেছে। তাকে অমান্য করে সেবা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিষদ বরাকবাসীর আবেগে আঘাত করেছে। তাই ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোরালো দাবি জানানো হয়৷ রূপমের আবেদন, ভাষাশহিদদের প্রতি সম্মান জানিয়ে ১৯ শে মে পরীক্ষার দিন পরিবর্তন করে একটি দৃষ্টান্ত স্থাপন করুন ।