Barak UpdatesHappenings
১৯ জানুয়ারি রামকৃষ্ণনগর মিলন উৎসব, উদ্বোধন হল সোসাইটির স্থায়ী কার্যালয়
১৩ জানুয়ারি : শিলচরে বসবাসকারী প্রবাসী রামকৃষ্ণনগরের মূল বাসিন্দাদের সংগঠন রামকৃষ্ণনগর ওয়েলফেয়ার সোসাইটির স্থায়ী কার্যালয় রবিবার উদ্বোধন করা হয়েছে। শিলচর রাধামাধব রোডে সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য করুণাসিন্ধু দে-র নবনির্মিত বাসভবনের একটি কক্ষ সোসাইটির স্থায়ী কার্যালয় হিসেবে উদ্বোধন করেন মুখ্য উপদেষ্টা ডাঃ গিরিধারী কর। এ দিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ডাঃ সত্যেন্দ্র কুমার দাস, প্রাক্তন সভাপতি লক্ষীকান্ত ভট্টাচার্য, সুব্রত কর নিরঞ্জন দেব, মধুসূদন কর, নির্মলেন্দু গোস্বামী, জয়া ভট্টাচার্য সহ অনেকে। সোসাইটির পক্ষ থেকে করুণাসিন্ধু দে-কে এই কার্যালয় হিসেবে বাড়ির একটি কক্ষ দেওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদসূচক পুষ্পস্তবক প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর এ দিন সংস্থার কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এই সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবারের মতো এবারও আগামী ১৯ জানুয়ারি শিলংপট্টির ছোটেলাল শেঠ ইনস্টিটিউটে কুড়িতম রামকৃষ্ণনগর মিলন উৎসব ২০২০ আয়োজন করা হবে। এ বছর রামকৃষ্ণনগর মিলন উৎসব উদযাপন সমিতির সভাপতি হিসেবে রজত চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক হিসেবে সব্যসাচী রুদ্রকে মনোনীত করা হয়। সমিতির কোষাধ্যক্ষ ও কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত হন পীযূষ দেবরায় এবং দেবরাজ ধর। সহ-সম্পাদক হিসেবে সত্যজিৎ দত্ত চৌধুরী ও নীলাঞ্জন ভট্টাচার্য মনোনীত হয়েছেন।
এবারও মিলন উৎসবে অন্যবারের মতো আলোচনা সভা, খেলাধুলো, তাৎক্ষণিক বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি থাকবে। তবে বিশেষ সংযোজন হিসেবে রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরের সহযোগিতায় রয়েছে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা সমিতি এবং এস এম দেব সিভিল হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এছাড়া প্রতি বছরের মতো রামকৃষ্ণনগরের ছাত্র শহীদ সাগর দত্ত ও দীপক শর্মার স্মৃতিতে ১৮ নভেম্বর রক্তদান শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সোসাইটির সম্পাদক শ্রীদীপ কর মিলন উৎসবকে সফল করে তুলতে সবার সহযোগিতা কামনা করেছেন।