Barak UpdatesAnalyticsBreaking News
১৭ জানুয়ারি শিলচর সাউথ পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান
ওয়ে টু বরাক, ১১ জানুয়ারি : আগামী ১৭ জানুয়ারি, শিলচর সাউথ পয়েন্ট হাইস্কুলের ৪৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে। স্কুলের পরিচালক কৃষ্ণা দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন। তিনি আরও জানান, সকালে স্কুলের পতাকা উত্তোলন, সার্চ ফাস্ট এবং স্কুল সংগীতের মাধ্যমে দিনটির শুভারম্ভ করা হবে। তারপর স্কুলের পরিচালিকা এবং সহ- পরিচালিকা বক্তৃতার মাধ্যমে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করবেন।
ওই একই দিনে স্কুলে আন্তঃ বিদ্যালয় অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরা বিনা শুল্কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দিনটির সমাপ্তি ঘোষণা করা হবে।