Barak UpdatesHappeningsBreaking News
১৭ জন দেখিয়ে উদয়াচল লেন কন্টেনমেন্ট জোন, আসলে পজিটিভ মাত্র ১ !
ওয়েটুবরাক, ২৪ মেঃ চারদিন ধরে কন্টেনমেন্ট জোনে বন্দি শিলচর চিত্তরঞ্জন অ্যাভেন্যুর উদয়াচল লেনের তিন শতাধিক বাসিন্দা। কেন এই সময়ে আচমকা কন্টেনমেন্ট জোন, তাঁরা ভেবে পাচ্ছিলেন না। প্রশাসনের কাছ থেকেও এর কোনও সদুত্তর মিলছিল না। আজ সোমবার স্বাস্থ্যকর্মীদের নিয়ে তাঁদের খোঁজ নিতে যান অ্যাসিস্ট্যান্ট কমিশনার মারিয়া তানিম। এলাকাবাসী তাঁকে চেপে ধরলে তিনি ১৭জনের একটি তালিকা দেখান। তা দেখে তাঁরা বিস্মিত, ওই তালিকা কারা কীভাবে তৈরি করল! কন্টেনমেন্ট জোন ঘোষণার আগেই তালিকাভুক্ত ৯জন নেগেটিভ হয়ে পুরো সুস্থ। তালিকায় নাম রয়েছে, এক মুদিদোকানের মালিকের। তিনি আদৌ পজিটিভ নন। তাঁরা আরও আশ্চর্যান্বিত হন, তালিকায় এমন একজনকে পজিটিভ বলে উল্লখ করা হয়েছে, যিনি তিনমাস ধরে গুজরাটে রয়েছেন।
তাঁরা সে সব কথার উল্লেখ করে জেলাশাসককে স্মারকপত্র পাঠিয়ে জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের তালিকাভুক্তদের মধ্যে মাত্র একজনই পজিটিভ। উদয়াচল লেন উন্নয়ন সমিতির পক্ষ থেকে সভাপতি শিবাজি দত্তচৌধুরী ও সম্পাদক শিবতোষ মিশ্র ওই স্মারকপত্রে বলেন, একজনের জন্য এতবড় লেন কন্টেনমেন্ট জোন হতে পারে না। তাই তা প্রত্যাহার করা হোক। তাঁদের পরামর্শ, বরং লেনের প্রতি বাড়িতে টেস্ট করা হোক। যে বাড়িতে পজিটিভ বেরোবে, সেই বাড়িটা কন্টেনমেন্ট জোন করা যেতে পারে৷ সে ক্ষেত্রে উন্নয়ন সমিতি ওই পরিবারের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে, যে কোনও প্রয়োজনে পাশে থাকবে বলে তাঁরা অঙ্গীকার করেন।