Barak UpdatesHappeningsBreaking News
১৭ আগস্ট বাচ্চু চক্রবর্তীর বলিদানের ৫০ বছর, উদযাপনে কমিটি গঠিত
ওয়েটুবরাক, ৯ আগস্ট : আগামী ১৭ আগস্ট বরাক উপত্যকার মাতৃভাষা আন্দোলনের দ্বাদশ শহিদ বিজন চক্রবর্তীর (বাচ্চু) আত্মবলিদানের পঞ্চাশ বর্ষপূর্তি। পুরো বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চাশ বর্ষপূর্তি পালনের উদ্দেশ্যে ‘সতেরো আগস্ট ভাষা শহিদ দিবস উদযাপন কমিটি’ এবং ‘বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি’র উদ্যোগে শহরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে ‘সতেরো আগস্ট ভাষা শহিদ দিবসের পঞ্চাশ বর্ষপূর্তি উদযাপন কমিটি’।
পঞ্চাশ বর্ষপূর্তির প্রথম পর্যায়ের অনুষ্ঠান আগামী ১৭ আগস্ট দুইভাগে অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় শম্ভুসাগর পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে মাল্যদান, উপত্যকার চার পর্যায়ের মাতৃভাষা আন্দোলনের পঞ্চদশ শহিদ স্মরণ, অভ্যাগতদের সভা, কবিতাপাঠের আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল সাড়ে ৫টায় বিপিনচন্দ্র পাল ভবনে (আইন কলেজের পাশে) সান্ধ্য অনুষ্ঠানে রয়েছে প্রাসঙ্গিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও একাঙ্ক নাটক। প্রাসঙ্গিক আলোচনা করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.বিশ্বতোষ চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন করিমগঞ্জের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তি এবং সংগঠনগুলি।
প্রথম পর্যায়ের অনুষ্ঠানের পর দ্বিতীয় পর্যায়ে রয়েছে সেমিনার, স্মরণিকা প্রকাশ, স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের কুইজ ও রচনা প্রতিযোগিতা। অনুষ্ঠানকে সফল করতে জিলার মাতৃভাষাপ্রেমী জনসাধারণের নিকট আহ্বান জানিয়েছে পঞ্চাশ বর্ষপূর্তি উদযাপন কমিটি।