NE UpdatesHappeningsBreaking News
খাবার বাজে, পানীয় জলের অভাব, ত্রিপুরাতেও বেরিয়ে এলেন করোনা আক্রান্তরা
১৯ জুলাই : আসামের মত ত্রিপুরাতেও করোনা আক্রান্ত-রা নানা সমস্যা নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন৷ অভিযোগ, খাবার মুখে তোলা যায় না, পানীয় জলের অভাব৷ বেডশিট, মশারি দেওয়া দেওয়া হয়নি, পরিস্কার-পরিচ্ছন্নতার অভাবের কথাও উল্লেখ করেন তাঁরা৷
দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্র মনু একলব্য ইংলিশ মিডিয়াম স্কুলের কোভিড কেয়ার সেন্টারে বিক্ষোভ থামাতে শেষে ভারপ্রাপ্ত মহকুমাশাসক সুমন রক্ষিত এগিয়ে যান। তিনি তাদের জন্য তৈরি খাবার খেয়ে ঠিকাদারকে গালমন্দ করে বিক্ষোভ থামান৷ হুঁশিয়ারির সুরে বলে দেন, আর কোনও অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেবেন৷ ওই কোভিড কেয়ার সেন্টারে বর্তমানে ৮৬ জন রয়েছেন।