India & World UpdatesAnalyticsBreaking News
১৫০ নতুন মুখ আনছে বিজেপি, দু’বারের বেশি জয়ীরা যাবেন সংগঠনের কাজে
নতুনদিল্লি, ২৭ আগস্ট : ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় বিজেপি একইসঙ্গে বেশ কয়েকটি সূত্রে কাজ করছে। বর্তমান সংসদ সদস্যদের টিকিট কাটা থেকে শুরু করে নতুন মুখকে সুযোগ দেওয়া নিয়ে দলে রীতিমতো কাটাছেড়া চলছে। একটি সূত্র অনুসারে, স্বাধীনতার শতবর্ষ পর্যন্ত সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়াতে কাজ করছে বিজেপি। নির্বাচনে ১৫০ জন নতুন প্রার্থী দিতে পারে বিজেপি। তাদের মধ্যে ৪১ থেকে ৫৫ বছর বয়সী প্রার্থীর সংখ্যাই বেশি হবে।
বিজেপির একজন সাধারণ সম্পাদক বলেছেন, প্রথম লোকসভার ২৬% সদস্যের বয়স ৪০ বছরের কম ছিল। পরবর্তীতে সংসদে তরুণদের প্রতিনিধিত্ব কমে যায়। লোকসভায় তিন থেকে ১১ বার জয়ী সাংসদের সংখ্যা বাড়তে থাকে। এর পরিপ্রেক্ষিতে দুই বা তার বেশি বার লোকসভা নির্বাচনে জয়ী হওয়া বেশিরভাগ নেতাকেই সংগঠনের দায়িত্ব দিতে চলেছে দল।
এছাড়া অভিযোগের কথা বাদ দিলে কাউকে দুবারের বেশি রাজ্যসভায় পাঠানো হবে না। এ ধরনের ৮০% লোক সুযোগ পাবেন, যারা আইন, চিকিৎসা, বিজ্ঞান, শিল্প, অর্থনৈতিক বিষয়, প্রযুক্তি, পরিবেশ এবং ভাষা সম্পর্কে জ্ঞানী। যদি দশটি আসনে নির্বাচন হয়, তবে জাতীয় সমীকরণ বা সংগঠনে অবদানের দিক থেকে গুরুত্বপূর্ণ প্রার্থী হবেন মাত্র দুজন।
দেশে ৬৫% এরও বেশি যুবক রয়েছে, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের প্রতিনিধিত্ব বাড়াতে চান। যদি কোনও ব্যক্তি ধারাবাহিকভাবে লোকসভার টিকিট পেতে থাকেন, তবে তার সহকর্মীরা ক্রমশ নির্বাচনী রাজনীতির বাইরে চলে যান। ফলে কিছু বিশেষ সুযোগ ছাড়া কোনও কর্মীকে ২-৩ বারের বেশি লোকসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া উচিত নয়। এতে নতুনদের সুযোগ দেওয়ার ক্ষেত্র তৈরি হবে।