CultureBreaking News

১২ দিনের ফেসবুক অনুষ্ঠানে সাড়া ফেলল গৌড়ীয় নৃত্যকলা ভারতী

ওয়েটুবরাক, ২৭ মে: শিলচরের গৌড়ীয় নৃত‍্যকলা ভারতী রবীন্দ্রজয়ন্তী ও ভাষাশহিদ দিবসকে সামনে রেখে ৯ মে থেকে ২০ মে অবধি টানা বারো দিন তাদের নিজস্ব ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম পাঁচ দিন কবিপক্ষের অনুষ্ঠান চলে বরাক উপত‍্যকার উদীয়মান নৃত‍্যশিল্পী নয়ন দাসের স্মৃতিতে। করোনা আক্রান্ত হয়ে কিছুদিন আগে তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

Rananuj

১৪ তারিখ থেকে এই অনুষ্ঠান চলছিল নৃত‍্যশিল্পী তথা সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব জয়িতা ভট্টাচার্যের স্মৃতিতে। বরাক উপত‍্যকার করিমগঞ্জের মেয়ে জয়িতা ভারত-বাংলাদেশের মৈত্রীর উদ্দেশ্যে অনেক কাজ করে গেছেন। করোনায় আক্রান্ত হয়ে গত ২০ অক্টোবর তিনি মৃত্যুবরন করেছেন।

৯ মে রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে গৌড়ীয় নৃত‍্যকলা ভারতী প্রতিষ্ঠানের খুদে শিল্পীরা নাচের সাথে সাথে গান-কবিতার অনুষ্ঠান করে। গৌড়ীয় নৃত‍্য ভারতীর বড় ছাত্রছাত্রী সহ প্রশিক্ষক তথাগত দাস, পুনম ধর ও সঞ্জয় আচার্য সহ ডিরেক্টর সত‍্যজিৎ বসুও অনুষ্ঠানে অংশ নেন। প্রতিদিন দেশ-বিদেশের শিল্পীরা গৌড়ীয় নৃত‍্যের এই পেজ থেকে মনমাতানো অনুষ্ঠান পরিবেশন করেছেন। কলকাতা থেকে নৃত‍্যশিল্পী মহুয়া মুখোপাধ‍্যায়, কাবেরী পুটুন্ডী, অয়ন মুখার্জি, শতাব্দী আচার্য ও সৌভিক ঘোষ, বাংলাদেশের জয়িতা জেহেন, প্রিয়তী নাহিয়ান চৌধুরী, বরাক উপত‍্যকা থেকে সৌমিত্র শংকর চৌধুরী, মধুমিতা ভট্টাচার্য, ঋতুপর্ণা রায়, সৌরভ মজুমদার ও দীপ ভট্টাচার্য অংশ নিয়েছেন। সঙ্গীত পরিবেশন করেছেন আন্তর্জাতিক শিল্পী ভায়োলিনবাদক সুনিতা ভুঁঞা,দেবকুমার বর্মন, বাংলাদেশের গৌতম চক্রবর্তী, বরাক উপত‍্যকার বিধায়ক ভট্টাচার্য, বিক্রমজিৎ বাউলিয়া, বিশ্বরাজ ভট্টাচার্য, শর্মিষ্ঠা দাস চাকি, পল্লবী দাস, সঙ্গীতা দেব, দেবশ্রী দত্ত, সায়ন বিশ্বাস, সুপ্রিয়া বিশ্বাস, অবন্তিকা দেবরায়, বিশাল রায় কর্মকার, স্বর্ণালী দেব ও সুপ্রিয়া দাস। আবৃত্তি পাঠ করে শুনিয়েছেন বাংলাদেশ থেকে আমিনুল লিটন চৌধুরী, সৈয়দ ফয়সাল আহমেদ, হুমায়ুন কবির ও জুয়েল নাজমা পারভীন এবং বরাকের আদিমা মজুমদার ও দেবাহুতি দাশগুপ্ত। এই পেজ -র সবচেয়ে আকর্ষণীয় শিল্পী ছিলেন স্বপ্নীল সৈকত ডোডো।

নাচ-গান ছাড়াও এই পেজ থেকে ভারত, বাংলাদেশের বিশিষ্ট ব‍্যক্তিবর্গ মূল‍্যবান বক্তব্য রাখেন। বক্তারা হলেন ভারতের বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব সন্দীপ চক্রবর্তী, সিসিআরটি-র অবসরপ্রাপ্ত ডিজি অমরেন্দ্র খাটুয়া, বাংলাদেশের প্রাক্তন ভারতীয় হাইকমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তী, সাইবার বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্য, গৌড়ীয় নৃত‍্যকলা ভারতীর সভানেত্রী সমাজ কর্মী স্বর্ণালী চৌধুরী সহ নিলয় চৌধুরী, রাজীব সিং, সাবিলা লিসা পারভেজ, সুব্রত ভট্টাচার্য এবং রাজীব কর৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker