Barak UpdatesHappeningsBreaking News
১২টায় জল বাড়ল ১ সেমি, জলস্তর ২১.৩৭ মিটার
ওয়ে টু বরাক, ৩০ মে : শিলচর অন্নপূর্ণাঘাটে ভোর ৫টা পর্যন্ত বরাক নদীর জলস্তর বেড়েই যাচ্ছিল। এরপর সকাল ৬টায় দেখা যায় জল স্থিতাবস্থায় রয়েছে। খুব স্বাভাবিকভাবেই বন্যা নিয়ে আতঙ্কের মধ্যে মনে আশার আলো জ্বলে ওঠে। ওই সময় নদীর জলস্তর ছিল ২১.১২ মিটার।
কিন্তু পরের এক ঘণ্টায়ই জল বাড়তে শুরু করে। ৭টায় দেখা যায় ৪ সেমি বেড়ে নদীর জলস্তর হয়েছে ২১.১৬ মিটার। ৮টায় আরও ৭ সেমি বেড়ে ২১.২৩ মিটার। এভাবে প্রতি ঘণ্টায় নদীর জলস্তর বাড়লেও বর্তমানে বৃদ্ধির এই গতি কমে এসেছে। বেলা ১২টায় অর্থাৎ শেষ এক ঘণ্টায় নদীর জল বেড়ে হয়েছে ২১.৩৭ মিটার।