NE UpdatesHappeningsBreaking News
মরিয়নি উপনির্বাচন : অখিল-রূপজ্যোতি তর্কযুদ্ধ
ওয়েটুবরাক, ১৩ জুলাই: বিধানসভায় কংগ্রেসের সরবতম মুখ ছিলেন মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মি৷ এ বার তিনি কংগ্রেস টিকিটে বিজয়ী হয়েও পদ্মশিবিরে যোগ দিয়েছেন৷ তাতে বেজায় চটেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি৷ রাইজর দলের নেতা, বিধায়ক অখিল গগৈ জানিয়ে দিয়েছেন, অন্য কোন কোন আসনের উপনির্বাচনে তাঁরা প্রার্থী দেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি৷ কিন্তু এটা পাকা, মরিয়নিতে রূপজ্যোতিকে হারাতে তাঁরা কোমর কষে লড়বেন৷ রূপজ্যোতির বিশ্বাসঘাতকতার উপযুক্ত জবাব দেওয়া হবে এ বার৷
অখিলের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রূপজ্যোতি কুর্মী৷ বলেন, তাঁরা মা-ছেলে এত বছর ধরে মরিয়নি বিধানসভা এলাকায় যে ন্যায় ও সমদৃষ্টির উদাহরণ তুলে ধরেছেন, এর সুফল এ বার বিজেপি পাবে৷ অখিল গগৈ সেখানে পা রাখার মাটি খুঁজে পাবে না৷ তিনি তাঁদের পরিবারের প্রতি মরিয়নিবাসীর ভালবাসার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন৷ ওই অকৃত্রিম ভালবাসার কাছে অখিল খড়কুটোর মত উড়ে যাবে বলে মন্তব্য করেন রূপজ্যোতি কুর্মি৷ চ্যালেঞ্জের সুরেই জানিয়ে দেন, দশ অখিল গগৈ মরিয়নিতে পড়ে থাকলেও তাঁকে ঠেকানো সম্ভব হবে না৷