Barak UpdatesAnalyticsBreaking News
১০৮ অ্যাম্বুলেন্সের অফিস যাচ্ছে আইএসবিটি ! সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি কংগ্রেসের
ওয়ে টু বরাক, ২২ ফেব্রুয়ারি : শিলচর সিভিল হাসপাতাল থেকে ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবার অফিস রামনগর আইএসবিটিতে স্থানান্তরের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল শিলচর শহর কংগ্রেস। দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার শহর কংগ্রেসের সভাপতি অতনু ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাছাড়ের জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়ের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অতনু এ দিন বলেন, ট্রাফিক জ্যামে এমনিতেই শহরে যান চলাচল বিপর্যস্ত। জরুরি ভিত্তিতে কোনও রোগীকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে পৌঁছনো অনেক কষ্টকর ব্যাপার হয়ে পড়ে। সংকটজনক অবস্থায় থাকা কোনও রোগীর জন্য অ্যাম্বুলেন্স ছাড়া তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছানোর অন্য কোনও বিকল্প নেই। কিন্তু সংকটের সময় এই ১০৮ পরিষেবা সাধারণ মানুষের কাছে সবচেয়ে বেশী নির্ভরযোগ্য। এমন অবস্থায় ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা সিভিল হাসপাতাল থেকে রামনগর আইএসবিটিতে স্থানান্তরিত হলে শহরের রোগী এবং রোগীর পরিবারকে সীমাহীন হেনস্থা এবং দুর্দশার শিকার হতে হবে।
সুতরাং অতি গুরুত্বপূর্ণ এই পরিষেবা কিছুতেই শহরের বাইরে স্থানান্তরিত করা উচিত নয় বলে স্মারকপত্রে জেলা প্রশাসনের কাছে অতিসত্বর এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে শহর কংগ্রেস। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন অভিজিৎ ধর, প্রীতম ঘোষ, ইজাজ লস্কর, তপোজ্যোতি ভট্টাচার্য, গোপাল দাস, মাখন চন্দ্র পাল প্রমুখ।