Barak UpdatesHappeningsBreaking News
১০০ শতাংশ ভ্যাকসিনের লক্ষ্যে হাইলাকান্দিতে অবজারভার বিক্রম কৈরি
ওয়েটুবরাক, ৩০ নভেম্বর : হাইলাকান্দি জেলাকে ১০০ শতাংশ ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার কর্মসূচি খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্য সরকারের অবজার্ভার হিসেবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের কমিশনার বিক্রম কৈরি জেলার গ্রামাঞ্চল পরিদর্শন করেন । পরিদর্শনকালে জেলার জনসাধারণের মুখোমুখি হয়ে ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা তা যাচাই করতে ক্রস চেকিং করেন অবজারভার কৈরি। পাশাপাশি তিনি যেসব এলাকায় জনসাধারণ ভ্যাকসিন নিতে অনীহা প্রকাশ করছেন, সেসব এলাকার জনসাধারণকে ভ্যাকসিনের গুরুত্ব বোঝান। মঙ্গলবারের পরিদর্শনকালে কমিশনার কৈরির সঙ্গে জেলাশাসক রোহন কুমার ঝা-ও ছিলেন।
এদিন সন্ধ্যা সাতটা পর্যন্ত কোউইন পোর্টালে আপলোড হওয়া তথ্য অনুযায়ী জেলায় ৪ লক্ষ ৩৭ হাজার ৫৩৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। শতাংশের হিসাবে তা ৯৯.৩০। প্রশাসন থেকে ভ্যাকসিন না নেওয়া ১৮ বছরের উপরের লোকদেরকে অবিলম্বে নিকটবর্তী ভ্যাকসিন কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নেওয়ার আবেদন জানানো হয়েছে।