Barak UpdatesHappenings
হোম কোয়ারেন্টাইনে খাদ্য বিতরণ শুরু কাছাড়ে
১৮ জুন ঃ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে যারা হোম কোয়ারেন্টাইনে যাচ্ছেন, তাঁদের খাদ্যসামগ্রী বিতরণ করছে কাছাড় জেলা প্রশাসন। বুধবার থেকে প্রশাসন এই প্রক্রিয়া শুরু করেছে। জাতীয় স্বাস্থ্য মিশনের কাছাড় জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী জানিয়েছেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের জন্য ১৮ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার শস্যের তেল, ১ কেজি লবণ, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ,১ কেজি সোয়াবিন, ২ লিটার আমুল তাজা দুধ, ১ কেজি চাপাতা, ২ কেজি চিনি এবং ফিনাইল, সাবান, হ্যান্ড ওয়াশ ইত্যাদি প্রদান করা হচ্ছে।
সুমন চৌধুরী আরও বলেন, কোয়ারেন্টাইন সেন্টারে থাকা লোকদের রিলিজ করার সময়ই রেশনের ব্যাগ সঙ্গে দিয়ে দেওয়া হবে। আর শুরু থেকেই যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, তাদের ঘরে জেলা প্রশাসনের তরফে রেশন পৌছে দেওয়া হবে।