Barak UpdatesHappeningsBreaking News

হোপ ফোর জেমস্ সোসাইটির ফিট ইন্ডিয়া রান

ওয়েটুবরাক, ২৭ আগস্ট : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে হাইলাকান্দি জেলায় অনুষ্ঠিত হল ” ফিট ইন্ডিয়ারান”৷ নেহরু যুব কেন্দ্র সংগঠন ও  ‘হোপ ফোর জেমস্ সোসাইটি’র যৌথ উদ‍্যোগে  শুক্রবার বিকালে ২কিমি দৌড়ের সূচনা হয়৷ টেমপুর বাজার থেকে কুচিলা পর্যন্ত৷ প্রত্যন্ত অঞ্চলের যুবক-যুবতীরা তাতে অংশগ্রহণ করেন।আনুষ্ঠানিক ভাবে এই দৌড়ের সূচনা করেন নেহেরু যুব কেন্দ্রের রাজ্য ডেপুটি ডিরেক্টর সঈদ আলী, নেহেরু যুব কেন্দ্রের হাইলাকান্দির যুগ্ম সঞ্চালক কল্পনা গাঙ্গুলি, সিআরপিএফ কমান্ডেন্ট জাসবির সিং ও মাটিজুরি সমবায় সমিতির প্রধান কমরুল আমিন।

Rananuj

সঈদ আলি এবং জাসবির সিং ‘আজাদি কা আমরুত মহোৎসব’ নিয়ে বক্তব্য রাখেন৷ ডেপুটি ডিরেক্টর আলি বলেন, স্বাধীনতার ৭৫-তম দিবস উদযাপনের উপলক্ষে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান  শহর এবং গ্রামাঞ্চলে আয়োজিত হচ্ছে, যাতে আমাদের নতুন প্রজন্ম শারীরিক ও মানসিক দিকে সুস্থ থাকে এই কথা মাথায় রেখে।

হোপ ফোর জেমস্ সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি স্বপ্নদীপ সেন, সম্পাদিকা মণিদীপা দেব এবং কোষাধ্যক্ষ স্বর্ণদীপ দাস । দৌড়ে অংশগ্রহণ করেন ১২৫ জন যুবক-যুবতী। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারীদের পদক ও শংসাপত্র বিতরণ করা হয়৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker