Barak UpdatesHappeningsBreaking News

হুমকি না দেওয়ায় মিহিরের কাছে গুরুত্ব নেই শ্যামা-সুরেনদের

ওয়েটুবরাক, ১১ মার্চ: মিহিরকান্তি সোমের সঙ্গে বিজেপি টিকিটের দাবিদার ছিলেন শ্যামাপদ রায়, হেমাঙ্গশেখর দাস, সুরেন্দ্রপ্রসাদ সিংহ ও গোলোক গোয়ালা। শেষ পর্যন্ত দল বিধায়ক সোমকেই বেছে নেয়৷ বঞ্চিতরা কেউ অন্যদের মত ফুঁস করতে যাননি৷  বরং টিকিট না পেলেও তারা বিজেপি প্রার্থীর হয়েই কাজ করবেন বলে জানিয়ে দিয়েছিলেন। আর তাতেই তাঁদের গুরুত্বহীন বলে ভাবছেন সোমবাবু৷   আজ বৃহস্পতিবার তাই মনোনয়ন জমা দেওয়ার ব্যাপারে শ্যামাপদ-হেমাঙ্গদের কারও সঙ্গে  সৌজন্য বিনিময়টুকু পর্যন্ত করেননি৷

Rananuj

টিকিটবঞ্চিতদের একজন বললেন, মিহির ফের টিকিট পেয়ে তাদের সৌজন্যমূলক একটা ফোন করবেন, এটাই আশা করছিলেন৷ তাহলে মনটা  ভারমুক্ত হতো। আর মনোনয়ন জমা দেওয়ার সময় একবার সঙ্গে থাকার জন্য বললে তারা অবশ্যই থাকতেন।

এখন মিহিরের এ ধরনের তাচ্ছিল্যপূর্ণ ব্যবহার সহজভাবে হজম না করে এদের মধ্যে বিদ্রোহের মনোভাব চাগিয়ে ওঠে কিনা, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ সে ক্ষেত্রে বিজেপিকে উধারবন্দে মুশকিলে পড়তে হবে বলেই অনুমান করছেন৷ কারণ রাহুল রায়, তাপস দাসরাও কিন্তু মিহিরকান্তি সোমের ঘাড়ের ওপর শ্বাস ফেলবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker