ওয়েটুবরাক, ৯ জুন: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পাথারকান্দি বিধানসভা আসনের দুজন প্রার্থী তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় তাদের শোকজ করা হয়েছে। করিমগঞ্জ জেলা পরিষদের সিইও ও এক্সপেন্ডিচার মনিটরিং সেলের ভারপ্রাপ্ত আধিকারিক অমলেন্দু রায় জানিয়েছেন, রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী জয়ন্ত সিনহা এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নুরুল ইসলাম দুবার নোটিশ পাওয়া সত্ত্বেও তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব এখনও জমা দেননি। তাই এই দুইজন প্রার্থীকে শোকজ নোটিশ ইস্যু করে জানতে চাওয়া হয়েছে, এই বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়ে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না। এতে এই দুইজন প্রার্থীকে শোকজ নোটিশ পাওয়ার দুদিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে।
উল্লেখ্য নির্বাচনী ব্যয়ের হিসাবপত্র পরীক্ষার অন্তিম তারিখ ছিল ২৬ মে এবং সে উদ্দেশ্যে প্রার্থীদের গত ২১ মে তারিখে নোটিশ ইস্যু করা হয়েছিল। এতে এই দুইজন প্রার্থী তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব পত্র জমা দেননি৷ তারপর তাদের গত ১ জুন তারিখে পুনরায় নোটিশ ইস্যু করা হয়৷ এতেও তারা তাদের হিসাব জমা না দেওয়ায় তাদেরকে এই শোকজ করা হয় বলে জানানো হয়েছে।