NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

প্রদীপ দত্তরায় সহ তিনজনকে গুয়াহাটির দুই থানায় হাজির হতে সমন জারি

ওয়েটুবরাক, ২১ অক্টোবর : প্রদীপ দত্তরায়কে কাছাড়ের পুলিশ সুপার ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন৷ কিন্তু কোনও আইন ভঙ্গের প্রমাণ না মেলায় তাঁকে বাড়িতে পাঠিয়ে দেন৷ এ বার গুয়াহাটির হাতিগাঁও ও দিসপুর থানায় তাঁকে ডেকে পাঠানো হয়েছে৷ দুই থানাতেই ২৫ এপ্রিল সকাল ১০টায় হাজির হতে সমন পাঠায় পুলিশ৷ দত্তরায়ের সঙ্গে নোটিশ পাঠানো হয়েছে বিডিএফের যুব শাখার মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত এবং মিডিয়া সেলের হৃষীকেশ দে-কে৷

Rananuj

আইনজীবী প্রদীপ দত্তরায় জানিয়েছেন, গুয়াহাটির বিভিন্ন সংগঠনের বেশ কয়েকজন সদস্য তাঁদের পেলেই মারধর করা হবে বিভিন্ন সংবাদ চ্যানেলে হুমকি দিচ্ছেন৷ এই প্রেক্ষিতে তাঁদের পক্ষে গুয়াহাটি যাওয়া সম্ভব নয়৷ তাই তাদের যেন শিলচরে এসে জিজ্ঞাসাবাদ করা হয়,  অথবা তাদের মামলাগুলি তদন্তের জন্য যেন শিলচরে পাঠানো হয়৷ তাঁরা তদন্তে সব ধরনের সহযোগিতায় প্রস্তুত বলে দত্তরায় জানিয়ে দেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker