Barak UpdatesHappeningsBreaking News

হিমন্ত টুইটে ৩ বললেও, করিমগঞ্জে রবিবার আক্রান্ত ৬

১ জুন: করিমগঞ্জে রবিবার মোট ৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত হন৷ দিনের প্রথমভাগে ৩ জনের রিপোর্ট পজিটিভ আসে৷ রাতে আরও ৩ জনকে করিমগঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়৷ এতদিন বরাক উপত্যকার সমস্ত করোনা আক্রান্তদের শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হতো৷ নতুন বিধিতে এখন জেলা হাসপাতালগুলোতেই করোনার চিকিৎসা হবে৷ ওই নির্দেশিকা মেনে রবিবারই করিমগঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে৷ এ দিন জেলায় আক্রান্ত হলেন:

Rananuj

১. আমিনুর বসির, (১৮) রামকৃষ্ণনগর ২. সৈয়দ সুলতান, (৩৫) নিলামবাজার ৩. মৈনউদ্দিন (২৪), রাতাবাড়ি ধলিবিল ৪. মাসুম আহমেদ (১৯), কালীগঞ্জ ৫. মাসুম আহমেদ (৩৫), নিলামবাজার ঈশ্বরী৷ ৬. বিলাল হোসেন (২২), জগন্নাথি৷

তবে স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মার টুইটে রবিবার রাতে ৩ জন আক্রান্ত হওয়ারই তথ্য রয়েছে৷ একইভাবে হাইলাকান্দি জেলার ৫ জন আক্রান্তেরও উল্লেখ নেই তাঁর টুইটে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker