NE UpdatesHappeningsBreaking News

হিমন্তের হাতে অস্ত্র তুলে দিয়ে মূল স্রোতে ১৮১ ডিএনএলএ

ওয়েটুবরাক, ২৮ অক্টোবর :  ডিএনএসএফ, ডিএইচডি এবং ডিএইচডিজে৷ তিন ডিমাসা জঙ্গি সংগঠনের আত্মসমর্পণের পর ২০১৯ সালের এপ্রিলে জন্ম নেয় ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)৷ আড়াই বছরের মাথায় সংঘর্ষবিরতি ঘোষণা করে৷ গত মাসে কেন্দ্রীয় শান্তিচুক্তিতে স্বাক্ষর করে। শনিবার চুক্তির শর্ত মেনেই মুখ্যমন্ত্রীর হাতে সমস্ত অস্ত্র সমর্পণ করেন সংগঠনটির চেয়ারম্যান এদিকা ডিফুসা ওরফে খরমিন্দাস ডিমাসা এবং স্বঘোষিত মুখ্য সেন্যাধ্যক্ষ মুশরাং ডিমাসা সহ ১৮১ জঙ্গি। ওইসব অস্ত্রের মধ্যে রয়েছে একে সিরিজের রাইফেল, এম ১৬ রাইফেল, গ্রেনেড ইত্যাদি।

Rananuj

যাঁরা এ দিন মূলস্রোতে ফিরলেন, তারা যাতে কোনও ধরনের প্ররোচনা বা প্রলোভনের ফাঁদে না পড়েন, সে ব্যাপারে সতর্ক থাকতে বলেন মু্খ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও ডিজিপি জিপি সিংহ। অসমের জনজাতি যুবকদের জঙ্গি প্রশিক্ষণ নয়, পুলিশ-আধা সামরিক বাহিনীতে চাকরির জন্য উপযুক্ত হয়ে উঠতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী শর্মা। ডিজিপি বলেন, ১৯৯০ সালে অসমে আফস্পা জারি হয়েছিল। সে থেকে হিসাব টানলে এ বছরই প্রথম রাজ্যে জঙ্গিগোষ্ঠীর হাতে কোনও অপহরণ বা প্রাণহানি ঘটেনি।

ডিএনএলএ-র অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা এবং রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চু্ক্তিতে ডিমা হাসাওয়ের উন্নয়নে রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের পাঁচশো কোটি টাকা করে প্যাকেজ ঘোষণার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker