NE UpdatesHappeningsBreaking News
হিমন্তের হাতে অস্ত্র তুলে দিলেন ১১৮২ জঙ্গি
ওয়েটুবরাক, ৬ জুলাই: ১১৮২ জন জঙ্গি বৃহস্পতিবার গুয়াহাটির কলাক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সামনে আত্মসমর্পণ করলেন।তারা পাঁচটি আদিবাসী জঙ্গি সংগঠনের সদস্য৷ সংগঠনগুলি হল এসিএমএ, বিরসা কমান্ডো ফোর্স, আনলা, আদিবাসী পিপলস্ আর্মি ও এসটিএফ। তারা তিন শতাধিক অস্ত্র ও ১৪৬০ রাউন্ড বিভিন্ন বোরের গুলি জমা দেয়।
পুনর্বাসন প্যাকেজ হিসেবে তাঁদের সকলকে আগামী তিন বছরের জন্য মাসে ৬ হাজার টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে চার লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট দেওয়া হবে প্রত্যেককে।
এই জঙ্গি সংগঠনগুলি অবশ্য ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল তারা। শান্তি চুক্তির শর্ত অনুযায়ী তৈরি হয়েছে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন পরিষদ। পরিষদের জন্য কেন্দ্রের তরফে ৫০০ কোটি ও রাজ্যের তরফে ৫০০ কোটি টাকা দেওয়া হবে। পরিষদের সভাপতি অসীম হাঁসদা, সহ-সভাপতি সুভাষ তির্কি, মুখ্য কার্যবাহী সদস্য দুর্গা হাঁসদা ও উপ মুখ্য কার্যবাহী সদস্য পিটার ডাঙ সহ ১২ জন সদস্য অনুষ্ঠানে শপথ নিলেন। হিমন্ত মূলস্রোতে ফেরা জঙ্গিরা আর কোনও পরিস্থিতিতে অস্ত্র হাতে তুলে নেবেন না আশা করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, রক্তপাতের অধিকার কারও নেই। এ বার সকলকে সমাজ গঠনের শরিক হতে হবে। অসম সরকারের সব চাকরিতে আদিবাসী তথা চা জনগোষ্ঠীর জন্য ৩ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা হবে। আদিবাসী গ্রামে রাস্তা নির্মাণ হবে। তিনি আরও জানান, গোঁসাইগাঁও ও কোকরাঝাড়ে গোষ্ঠী সংঘর্ষে গৃহহীনদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন প্যাকেজ দেওয়া হবে।
হিমন্ত আলফা স্বাধীনের প্রধান পরেশ বরুয়াকেও আলোচনায় আসার আহ্বান জানিয়ে বলেন, “রাজ্যে শান্তির পরিবেশ ফিরে এসেছে। আশা করছি, অনতিবিলম্বে আলফা স্বাধীনও শান্তি আলোচনার শরিক হবে।”