Barak UpdatesHappeningsBreaking News

হিমন্তের সঙ্গে সেলফি তুলেই খুশি বন্যার্ত তরুণীরা!

ওয়েটুবরাক, ৪ জুলাই : ইতস্তত করেই সামনে গেলেন এক তরুণী৷ কী চাই, জানতে চাইলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ “না, কিছু না, আপনার সঙ্গে একটা সেলফি তুলব৷”

এ শুধু করিমগঞ্জ জেলার রাতাবাড়ির সুভাষ হাই স্কুলের দৃশ্য নয়৷ শুক্রবার শিলচরের গুরুচরণ কলেজের আশ্রয় শিবিরে গেলেও তরুণীদের আব্দার মেটাতে পোজ দিতে হয় তাঁকে৷ সেলফি বা ফোটো তোলায় অবশ্য না নেই কখনও তাঁর৷ মুহুর্তে মুচকি হাসি ভেসে ওঠে ঠোঁটে৷ আশেপাশের বহু মোবাইল ঝলসে ওঠে৷ একে একে অনেকে এসে দাঁড়ান মুখ্যমন্ত্রীর পাশে৷ সেলফি থেকে বাদ যাননি ত্রাণশিবিরে কর্মরত মহিলারাও৷

হিমন্ত নিজেও এক-দুই জায়গায় ফোটো তোলার জন্য ক্যামেরাম্যানকে ডেকে নেন৷ এক শিশুকে কোলে তুলে নিয়ে জানতে চাইলেন, “কোন ক্লাশে পড়ো”৷ উত্তর শোনার আগেই হাঁক পাড়লেন, “ক্যামেরা কোথায়”৷

করিমগঞ্জ জেলার শনবিলে এক ছাত্রের আবৃত্তি শুনে তাকেও কাছে ডেকে ফোটো তোলেন শর্মা৷ এর আগে জলযন্ত্রণার কথা জানতে প্রবীণদের কাছেই যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ মা-বাবা ডেকে ভাঙা বাংলায় প্রশ্ন করছিলেন, কতটা জল হয়েছিল ঘরে? জিনিসপত্র কিছুই কি বাঁচানো যায়নি? ত্রাণসামগ্রী মিলছে কিনা? অন্য যারা এগিয়ে যাচ্ছিলেন, সবার সঙ্গেই মত বিনিময় করছিলেন তিনি৷

শুক্রবার তাঁদের সঙ্গে কথা বলতে গিয়ে হিমন্ত জানতে পারেন, রাতাবাড়ি কালিবাড়ি এলাকার বহু বৃদ্ধা অরুণোদয় বা বার্ধক্য ভাতা পান না৷ তিনি জেলাশাসককে ডেকে সকলের নাম ঢুকিয়ে অরুণোদয়ের নতুন তালিকা তৈরির নির্দেশ দেন৷ এক বৃদ্ধা জানান, তিনি অরুণোদয়ের এক হাজার টাকা করে পাচ্ছিলেন বটে, কিন্তু দুইমাস ধরে তা বন্ধ৷ শুনেই রেগে অগ্নিশর্মা হিমন্ত৷ পাশে দাঁড়িয়ে স্থানীয় বিজেপি বিধায়ক বিজয় মালাকার বলতে চাইছিলেন, কোনও কারণে দুই মাস ধরে ঢুকছে না হয়তো৷ তাঁর কথা শুনতে চাইলেন না৷ এসপি-কে ডেকে নির্দেশ দেন, কেন বন্ধ খবর নিয়ে দ্রুত তাঁকে জানাতে৷ হিমন্তের সন্দেহ, কেউ ওই টাকা তুলে নিচ্ছেন৷ স্পষ্ট বলেন, এমন হলে সঙ্গে সঙ্গে যেন গ্রেফতার করা হয়৷ শেষে অবশ্য পুলিশ খোঁজখবর করে জানতে পারে, তাঁর ছেলের কাছেই বৃদ্ধার এটিএম কার্ড৷ তিনিই মায়ের টাকা তুলে এনে খরচ করছেন৷ শেষে বৃদ্ধা কাচুমাচু গলায় পুলিশকে বলেন, “থাক, আমার ওষুধই সে কিনে আনে ওই টাকায়৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker