Barak UpdatesHappenings
হিন্দি চাপিয়ে দেওয়ার ‘ষড়যন্ত্রে’র বিরুদ্ধে শিলচরে বিক্ষোভ
ওয়ে টু বরাক, ২২ ফেব্রুয়ারি : ২১ ফেব্রুয়ারি আন্তৰ্জাতিক মাতৃভাষা দিবসে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি শিক্ষার মাধ্যম ও সরকারি কাজকর্মে মাতৃভাষার প্রয়োগকে দুর্বল করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার কেন্দ্র সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে মঙ্গলবার সর্বভারতীয় প্রতিবাদ দিবস পালন করে। এ উপলক্ষে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের কাছাড় জেলা কমিটি।
সংগঠনের সর্বভারতীয় সহ-সভাপতি অধ্যাপক অজয় রায় বিক্ষোভ চলাকালে প্রথমেই বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের সংবিধানের অষ্টম অনুসূচিতে ২২টি ভাষাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে এবং হিন্দিও এর মধ্যে অন্তৰ্ভুক্ত। অথচ এই তালিকা থেকে শুধু হিন্দি ভাষাকে একমাত্র সরকারি ভাষা করা ও পড়াশোনার মাধ্যম করার কেন্দ্রীয় সরকারের ভাষা সম্পর্কিত সংসদীয় কমিটির দেওয়া প্রস্তাব অত্যন্ত অন্যায় ও অযৌক্তিক।
সংগঠনের জেলা সম্পাদক শ্যামদেও কুর্মী বলেন, বেশ কিছু রাজ্যে মেডিক্যাল কলেজের পাঠ্যক্রম হিন্দিতে চালু হয়েছে। এর ফলে সে সব মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা চিকিৎসা বিজ্ঞানের আধুনিক আবিষ্কারের বিষয়ে জ্ঞাত হতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, হিন্দি ভাষার বিরুদ্ধে কেউ নয়, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে একে চাপিয়ে দেওয়া হলে অহিন্দিভাষী জনগণ যেভাবে মাতৃভাষাতে পড়াশোনা করা থেকে বঞ্চিত হবে, ঠিক তেমনি হিন্দিভাষী ছাত্রছাত্রীরাও উন্নত জ্ঞানার্জনের সুযোগ হারাবে।
সংগঠনের আসাম রাজ্য কমিটির সহ-সভাপতি সুব্রত চন্দ্র নাথ বলেন, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে শিক্ষার ব্যবসায়ীকরণ, ব্যাক্তিগতকরণের করার পাশাপাশি এই শিক্ষানীতি মাতৃভাষা ও ইংরেজি চর্চাকে দুর্বল করে জ্ঞানার্জনের সুযোগকে সংকুচিত করবে। এছাড়াও বক্তব্য রাখেন নারী মুক্তি সংস্থার সম্পাদিকা স্নিগ্ধা নাথ, প্রাক্তন শিক্ষক মলয় ভট্টাচার্য প্রমুখ। সভার শেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কমল চক্রবর্তী, নিহারেন্দু পুরকায়স্থ, চিত্রভানু ভৌমিক, দিলীপ নাথ, চম্পালাল দাস প্রমুখ।