Barak UpdatesIndia & World UpdatesHappenings

হামসফর ট্রেনে গাঁজা পাচার, চার মহিলা সহ ধৃত ৬

ওয়েটুবরাক, ১২ জানুয়ারি : আগরতলা-বেঙ্গালুরু হামসফর ট্রেনে বাজেয়াপ্ত হল প্রায় একশো কেজি গাঁজা৷ ট্রেনটি মঙ্গলবার বদরপুর স্টেশনে থামলে রেলপুলিশ রুটিন তল্লাশি চালায়৷ তখনই এক কামরায় ছয়জনকে দেখে তাদের সন্দেহ হয়৷ জিআরপি থানায় তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়৷ প্রথমে তাদের কথায় নানা অসঙ্গতি ধরা পড়ে৷ পরে তল্লাশি চালিয়ে ধরা পড়ে চার মহিলা পা থেকে কোমর পর্যন্ত গাঁজার প্যাকেট পরে আছে৷

Rananuj

সবমিলিয়ে মোট ২০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়৷ পরে উদ্ধার হয় তিনটি সুটকেসে আরও ৭৫ কেজি গাঁজা৷ রেল পুলিশ ছয়জনের সবাইকে গ্রেফতার করেছে৷ ধৃতরা হল জুমনি দেবী, সুবোধ কুমার, সঞ্জয় কুমার, ফুলিয়া দেবী, মীরা দেবী ও গবাদী দেবী৷ সবাই বিহারের বাসিন্দা বলে বদরপুর জিআরপি জানিয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker