Barak UpdatesHappeningsBreaking News
হাজার কর্মীর অংশগ্রহণে দলকে শক্তিশালী করার বার্তা অতুল-কেশব-বৈশ্যের
ওয়ে টু বরাক, ৭ মে ঃ শনিবার শিলচর রাজীব ভবনে অসম গণ পরিষদ দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অংশগ্রহণ করেন কৃষিমন্ত্রী অতুল বরা ও স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। তাদের সঙ্গে অগপর বরিষ্ঠ নেতা ফনীভূষণ চৌধুরী, সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য, বিমলেন্দু সিংহ সহ অন্যান্য নেতারাও অংশ নেন।
এ দিন সকালে দলীয় পতাকা উত্তোলন করেন কাছাড় জেলা কমিটির সভাপতি কবীর আহমেদ বড়ভূঁইয়া ও সম্পাদক সুজিত দেব। প্রথমে অগপর কেন্দ্রীয় কমিটির নেতারা অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দুই মন্ত্ৰী কেশব মহন্ত, অতুল বরা ও সাংসদ বীরেন্দ্রপ্রসাদ বৈশ্য জানান, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দুই জেলায় কর্মিসভার আয়োজন করা হয়েছে। তাঁরা বলেন, কর্মিসভায় হাজার হাজার কর্মী অংশ গ্রহণ করেছেন। অসম গণ পরিষদ দলের নেতারা ভালো কাজ করলে দল শক্তিশালী হবে।
তাঁরা আরও বলেন, অগপ মিত্রজোট বিজেপির সঙ্গেই থাকবে। রাজ্যের ১৪টি বিধানসভা কেন্দ্রে কাজ করে যাচ্ছেন কর্মীরা এবং দলে থেকে দলের যারা বিরোধিতা করবেন তাদের ছেড়ে দেওয়া হবে না বলে জানান অগপর কেন্দ্রীয় কমিটির নেতারা। অতুল বরা বলেন, কংগ্রেস ভালো ভালো কথা বলে, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারে না। বদরুদ্দিন আজমলের দিন শেষ হয়ে গেছে। কংগ্রেসের যে অবস্থা বদরুদ্দিন আজমলের দলেরও একই অবস্থা। এই দুই দলের দিন শেষ হয়ে গেছে।