Barak UpdatesHappeningsBreaking News
হাওয়াইথাং থেকে উদ্ধার লজ্জাবতী বানর
ওয়ে টু বরাক, ১৪ এপ্রিল ঃ দক্ষিণ ধলাইর হাওয়াইথাং এলাকা থেকে উদ্ধার বিরল প্রজাতির বন্যপ্রাণী। দক্ষিণ ধলাইর চান্নিঘাট জিপির এক নম্বর গ্রুপের বাসিন্দা মহুরি সোনাহর আলি বড়ভূইয়ার বাড়ি থেকে উদ্ধার হয় এই বিরল প্রজাতির বন্যপ্রাণীটি। বৃহস্পতিবার রাত দশটার দিকে সোনাহর বাড়ির ছাদের রেলিঙে বানর সাদৃশ্য প্রাণীটিকে দেখতে পান। ঘরে বন্যপ্রাণী ঢুকে পড়ার খবর জানাজানি হতেই প্রাণীটিকে দেখতে উৎসুক জনতার ভিড় জমে। এরই মধ্যে ইকবাল হোসেন বড়ভূইয়া নামের এক যুবক প্রাণীটিকে ধরতে গেলে বন্যপ্রাণীটি তার হাত কামড়ে দেয় বলে জানা গেছে।
পরবর্তীতে উপস্থিত লোকজন প্রাণীটিকে ধরে ফেলেন। রাত সাড়ে দশটার দিকে তারা প্রাণীটিকে নিয়ে পৌঁছান বন বিভাগের হওয়াইথাং রেঞ্জ কার্যালয়ে। পরে রেঞ্জ অফিসের কর্মী আর্জু মাঝারভূইয়া ও রোহিত দাস প্রাণীটিকে সমঝে নেন। তারা জানিয়েছেন, প্রাণীটি লজ্জাবতী বানর। ধলাই সংরক্ষিত বনাঞ্চলে অতীতে এ ধরনের প্রাণী সচরাচর দেখা যেত। তবে বর্তমানে এ জাতীয় প্রাণী বিলুপ্তপ্রায়। অক্ষত অবস্থায় প্রাণীটিকে বন বিভাগের হাতের সমঝে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বনকর্মীরা। এ দিকে রেঞ্জ অফিসার উত্তমানন্দ গোস্বামী জানান, রাতেই বিরল প্রজাতির প্রাণীটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।