Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দি শহরের রাস্তা, ফুটপাত থেকে সামগ্রী সরানো নির্দেশ
ওয়েটুবরাক, ১৪ জুন : হাইলাকান্দি শহরের ফুটপাত এবং রাস্তা জুড়ে যারা বিক্রয়ের জন্য বিভিন্ন সামগ্রী ফেলে রেখেছেন, তাদের সেগুলি সরিয়ে নিতে নির্দেশ জারি করা হয়েছে। পুরসভার নির্বাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে শহরের ফুটপাত এবং রাস্তা থেকে ইট-বালু-পাথর ইত্যাদিও দুই দিনের মধ্যে সরিয়ে নিতে বলেছেন। অন্যথায় ওইসব সামগ্রী বাজেয়াপ্ত করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। শহরের ফুটপাতের বর্ধিত অংশের যেসব স্থানে বা রাস্তায় জবরদখল করা হয়েছে সেগুলিরও নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে, শহরের কলেজ রোড সংলগ্ন এলাকা, পুরনো হাসপাতাল রোড সংলগ্ন এলাকা, লক্ষ্মীশহর এলাকা এবং শহরের কাটলীছড়া বাসস্ট্যান্ড এলাকা। ওই ব্যাপারেও পুরসভা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে৷