Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দি জেলায় প্রতিবন্ধী স্ক্রিনিং শিবির ৯ আগস্ট থেকে
ওয়েটুবরাক, ৬ আগস্ট : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ৯ আগস্ট থেকে হাইলাকান্দি জেলার পাঁচটি ব্লক এলাকায় প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির হবে। আজ শুক্রবার জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সভায় প্রতিবন্ধীদের শনাক্ত করে সার্টিফিকেট প্রদানের জন্য ব্লক ভিত্তিক শনাক্তকরণ শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় । অতিরিক্ত জেলাশাসক পল্লবী সরকারের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভার শুরুতে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা সমাজ কল্যাণ আধিকারিক তথা সদর মহকুমাশাসক জ্যোতির্ময় দৈমারি ।
ডিসেবিলিটি স্ক্রিনিং ক্যাম্পকে সর্বাত্মক সফল করে তুলতে স্বাস্থ্য বিভাগ, বিডিও, সিডিপিও, সমাজকল্যাণ বিভাগ, শিক্ষা বিভাগ, চাইল্ড লাইন ইত্যাদি সরকারি বিভাগের মধ্যে কো-অর্ডিনেশনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সভার সভাপতি, অতিরিক্ত জেলাশাসক পল্লবী সরকার। তিনি প্রতিবন্ধীদের শনাক্ত করতে পঞ্চায়েত প্রতিনিধি সহ স্বেচ্ছাসেবী সংগঠনেরও সহযোগিতা কামনা করেন। বলেন, যাদের ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে তাদেরকে ওই স্ক্রিনিং ক্যাম্প-এ আসতে হবে না । এদিনের সভায় আগামী ৯ আগস্ট হাইলাকান্দি জেলা সদরের গভ. ভি এম হায়ার সেকেন্ডারি স্কুলে, ১৬ আগস্ট দক্ষিণ হাইলাকান্দির মণিপুর মডেল হাই স্কুলে, ২৩ আগস্ট কাটলিছড়া চালমার্স উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এবং ৩০ আগস্ট আলগাপুর পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্ধারিত দিনগুলোতে বিশেষ ভাবে সক্ষম লোকদেরকে সকাল ৯টায় উপস্থিত হয়ে প্রথমে কোভিডের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তারপর নাম নথিভুক্ত করতে বলা হয়েছে । কোভিড প্রটোকল মেনেই শিবির অনুষ্ঠিত হবে । তাই একজন প্রতিবন্ধী ব্যক্তির সাথে মাত্র একজন সহযোগী থাকতে পারবেন। স্ক্রিনিং ক্যাম্পটি নিখুঁত ভাবে সম্পন্ন করতে এদিন বিভিন্ন বিভাগকে দায়িত্ব অর্পণ করা হয় । প্রতিটি শিবিরে নেহেরু যুব সংগঠনের স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করবেন। শিক্ষা বিভাগের পক্ষ থেকে নিযুক্ত শিক্ষকরা নাম পঞ্জিয়নে সহযোগিতা করবেন।
প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকা শারীরিক ভাবে সক্ষম লোকদের কে শিবিরে উপস্থিত করানোর জন্য ব্যাপকভাবে প্রচারাভিযান চালানোর জন্য সভায় খন্ড উন্নয়ন আধিকারিকদের দায়িত্ব অর্পণ করা হয় । প্রত্যেকটি শিবিরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু, অস্থি, ইএনটি ইত্যাদি বিভাগের চিকিৎসকরা উপস্থিত হয়ে দিব্যাঙ্গ লোকদের চিহ্নিত করবেন। তাই প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকা শারীরিক ভাবে সক্ষম কোনও লোক যাতে শনাক্তকরণ থেকে বাদ না পড়েন তা নিশ্চিত করতে সভায় বিডিও, সিডিপিওদের বিশেষ ভাবে নির্দেশ দেন সদর মহকুমাশাসক জ্যোতির্ময় দৈমারি । তিনি চাইল্ড লাইন বিভাগকেও এক্ষেত্রে তৎপর হওয়ার জন্য আহবান জানান । সভায় জেলার পাঁচটি ব্লকের খন্ড উন্নয়ন আধিকারিক, সিডিপিও, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক, চাইল্ড লাইন, সমাজ কল্যাণ বিভাগের আধিকারিক, ইন্সপেক্টর অব স্কুলস প্রমুখ উপস্থিত ছিলেন।