Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দির অঙ্গনাড়ি কেন্দ্রে শিশুপ্রতি বরাদ্দ দৈনিক ৭.৩৮ টাকা
ওয়েটুবরাক, ২৫ ডিসেম্বর: হাইলাকান্দি জেলার ১৩৭৪টি অঙ্গনাদি কেন্দ্রে সেপ্টেম্বর মাসের শিশুখাদ্য হিসেবে ৮১ লক্ষ ৮৭ হাজার ৪২১ টাকা বরাদ্দ করা হয়েছে। জেলার পাঁচটি আইসিডিএস প্রজেক্টের ৪৩ হাজার ৭৮৩টি শিশুর মধ্যে সেপ্টেম্বর মাসের জন্য দৈনিক ৭ টাকা ৩৮ পয়সা করে ২৫ দিনের চাল ছাড়াও এসএনপি-র আওতায় আসা অন্যান্য সামগ্রী বন্টন করা হবে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এইসব সামগ্রী নিকটবর্তী দোকান থেকে কিনে ৩ থেকে ৬ বৎসরের সকল শিশুদের বন্টন করার জন্য সকল অঙ্গনাড়িকে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলাশাসক রোহনকুমার ঝা এই মঞ্জুরি যথাযথ বন্টনের কাজ খতিয়ে দেখতে প্রতিটি আইসিডিএস পর্যায়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন। এই মঞ্জুরির বিস্তারিত জেলার ওয়েবসাইটে পাওয়া যাবে www.hailakandi.nic.in । এছাড়া প্রতিটি অঙ্গনাড়ি কেন্দ্রের সভাপতির কাছে এবং অঙ্গনাদি সুপারভাইজারদের কাছেও এই মঞ্জুরির বিশদ পাঠানো হয়েছে বলে জেলা জনসংযোগ জানিয়েছে।