Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে ১৩৫ কমিউনিটি ক্যাডারকে স্কুটি
ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বর : আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের ১৩৫ জন কমিউনিটি ক্যাডারকে স্কুটি বিতরণের কাজ শুরু হয়েছে। শুক্রবার হাইলাকান্দি রবীন্দ্রভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলাশাসক নিসর্গ হিবরে এর আনুষ্ঠানিক সূচনা করেন। জেলার স্বনির্ভর এসএইচজিগুলির কাজকর্মকে আরও নিবিড়ভাবে এগিয়ে নিয়ে যেতে কমিউনিটি ক্যাডাররা এই স্কুটি ব্যবহার করবেন। জেলায় প্রথম পর্যায়ে ১৩৫টি স্কুটি ‘জীবিকাসখী’ নামক ক্যাডারদের মধ্যে বন্টন করা হচ্ছে । জেলাশাসক হিবরে স্কুটিগুলি সদ্ব্যবহার করতে বলেন।
উল্লেখ্য, কমিউনিটি ক্যাডাররা এসএইচজিগুলির ব্যাংক লিংকেজ, আধার সিডিং, বিমা ,পেনশন স্কিম সহ অন্যান্য সরকারি বিভাগের সঙ্গে সমন্বয়ের কাজ করে থাকেন। জেলাশাসক তাঁর ভাষণে বলেন, মোট ৮ ধরনের ক্যাডারকে ১৩৫টি স্কুটি তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে জানানো হয়, জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ৬৮৮টি এসএইচজি গোষ্ঠী গঠন করা হয়েছে। এ সবের অন্তর্ভুক্ত রয়েছে জেলার ৬১ হাজার ২৬৪টি গ্রামীণ পরিবার।
সভায় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার জয়দীপ শুক্লা, জেলার সব উন্নয়ন খন্ডের বিডিও এবং এসআরএলএম-এর ডিপিএম সৌমিত্র দে অংশ নেন।