Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে স্বাধীনতা দিবসে তিনজনকে রোটারি-ইনার হুইলের সংবর্ধনা
ওয়েটুবরাক, ১৭ আগস্ট : ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধে অংশগ্রহণকারী দুই প্রাক্তন সেনাকর্মীকে সংবর্ধনা জানাল রোটারি ক্লাব ও ইনার হুইল ক্লাবের হাইলাকান্দি শাখা। সংবর্ধিত করা হয় করোনার সময় কাছাড় জেলার বেসরকারি স্বাস্থ্যসেবায় নোডাল অফিসারের দায়িত্বে থাকা বিশিষ্ট সমাজসেবী পিনাককান্তি চক্রবর্তীকেও৷ গত ১৫ আগস্ট সন্ধ্যায় হাইলাকান্দি রোটারি ক্লাব প্রাঙ্গনে স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁদের সম্মাননা জ্ঞাপন করা হয়৷
সংবর্ধিত সেনাকর্মীরা হলেন বর্তমানে শিলং নিবাসী প্রাক্তন সেনা আধিকারিক শিবাজি দাস ও হাইলাকান্দি জেলার সোনাপুর গ্রামের বাসিন্দা কুঞ্জবিহারী সিনহা৷ তিনজনের হাতেই সম্মাননা স্মারক তুলে দেন হাইলাকান্দি রোটারি ক্লাবের সভাপতি কানাইয়া সারদা ও ইনার হুইল ক্লাবের সভাপতি কবিতা দাস। অনুষ্ঠানে শিবাজি দাসের বিস্তারিত পরিচয় তুলে ধরেন ইনার হুইল সদস্যা রূপালী ভট্টাচার্য৷ কুঞ্জবিহারী সিনহার পরিচয় তুলে ধরেন ইনার হুইল ক্লাবের সম্পাদক সিম্মী দাস৷
প্রসঙ্গত, পিনাককান্তি চক্রবর্তী আসাম হার্ট কেয়ার সোসাইটির রাজ্য ও বরাক উপত্যকা চাপ্টারের সহ সম্পাদক, হাইলাকান্দি রোটারি ক্লাবের সদস্য, শিলচরের বেসরকারি হাসপাতাল গ্রিন হিলসের আ্যডমেনিস্ট্রেটিভ কো-অর্ডিনেটর এবং অল আসাম নন গভঃ হেল্থ এস্টাব্লিশমেন্টের প্রচার সচিব। সংবর্ধনার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই ধরনের সম্মান আগামী দিনে কাজে অধিকতর উৎসাহ জোগাবে।
এদিনের এই সংবর্ধনা পর্বে রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি সমীরণ পাল, শংকর চৌধুরী, সন্দীপন ধর ছাড়াও ইনার হুইল ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি করবী রায়, গায়ত্রী দেব, মৌসুমি পাল চৌধুরী, তনুজা মিশ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷
এ দিন স্বাধীনতা দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷ নাচ-গান, কবিতায় সন্ধ্যাটি বেশ উপভোগ্য হয়ে ওঠে৷