Barak UpdatesBreaking News

রোটারি গ্রিনল্যান্ড ও মহীন্দ্র ফিনান্সের রক্তদান শিবিরRotary Greenland & Mahindra Finance organises blood donation camp

৪ অক্টোবর : শিলচর গোলদিঘি মলে বৃহস্পতিবার এক রক্তদান শিবিরের আয়োজন করল রোটারি গ্রিনল্যান্ড। এই রক্তদান শিবিরে অন্যতম সহযোগিতায় ছিল মহীন্দ্রা ফিন্যান্স।

Pic Credit:Eagle

প্রসঙ্গত, ৪ অক্টোবর সারা দেশেই রক্তদান শিবির আয়োজনের উদ্যোগ নেয় মহীন্দ্র ফিনান্স। এর অঙ্গ হিসেবেই শিবিরের ব্যাবস্থাপনায় ছিল রোটারি গ্রিনল্যান্ড। এই শিবিরে সর্বমোট ২১ জন রক্তদাতা রক্ত দান করেছেন। এর মধ্যে একজন মহিলাও রয়েছেন। রোটারি গ্রিনল্যান্ডের সভানেত্রী মধুমিতা পাল জানান, এ ধরনের শিবির ভবিষ্যতেও তারা আয়োজন করবেন, পাশাপাশি সচেতনতা সভারও আয়োজন করা হবে। এই শিবির আয়োজনে সহযোগিতায় ছিল রেডক্রস ব্লাড ব্যাংক এবং বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। এই শিবিরে গ্রিনল্যান্ডের পক্ষে দীপক ব্রহ্ম বিশ্বজিৎ বণিক প্রমূখ উপস্থিত ছিলেন।

October 4: Rotary Greenland organized a blood donation camp at Goldighi Mall Silchar on Thursday. The camp was held in collaboration with Mahindra finance among others.

Pic Credit:Eagle

It needs mention here that Mahindra Finance organized blood donation camp all throughout the country on October 4. As a part of this endeavour, Rotary Greenland associated itself with Mahindra Finance to organize the blood donation camp at Silchar. A total of 21 persons including a female donated blood on that day. While speaking to way2barak, President of Rotary Greenland Madhumita Paul said that they will be organizing such blood donation camps in the future also along with awareness campaigns for blood donation. Greenland was helped in this camp by Silchar Red Cross Blood Bank and Barak Valley voluntary Blood Donors Forum. Apart from the club President, also present during the camp were Dipak Brahma, Biswajit Banik among others.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker