Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে সপ্তমীর পুজো দেখলেন মুখ্যমন্ত্রী, গেলেন কাঁচাকান্তি মন্দিরেও
ওয়েটুবরাক, ২১ অক্টোবর : মুখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মা শনিবার মহাসপ্তমীর দিনে হাইলাকান্দির বিভিন্ন পুজোমণ্ডপ ঘুরে দেখেন।
বিশেষ বিমানে সকাল ১০টা ৩৫ মিনিটে কুম্ভিরগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছান। কাঁচাকান্তি মন্দিরে পুজো দিয়ে সড়কপথে হাইলাকান্দিতে পৌঁছান৷ সেখানে ১১টি পূজা মন্ডপ পরিদর্শন করেন৷ সেগুলি হল আশ্রম রোডের ভৈরব বাড়ি, লক্ষীশহর কালীবাড়ি, নতুন পাড়ার বানেশ্বর শিব মন্দির, এস এস রোডের বারোয়ারি কালীমন্দির, হারবার্টগঞ্জের বাজার কালীমন্দির, একাদশ শহীদ সরণীর দুর্গাবাড়ি, বিবেকানন্দ রোডের যুব সমিতি, গাছতলার নেতাজি রাইস মিল, হাইলাকান্দি শহরের কাটলীছড়া বাস স্ট্যান্ড, শিববাড়ি মণ্ডপ এবং রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ। মুখ্যমন্ত্রী পরে হাইলাকান্দি থেকে শিলচর হয়ে আকাশপথে গুয়াহাটি যান।