Barak UpdatesBreaking News

পশুবলির বিরুদ্ধে কাঁচাকান্তি মন্দিরের সামনে একা ধর্ণায় এনআইটি ছাত্র
NIT student demonstrates against animal sacrifice at Kachakanti Temple

১৭ অক্টোবর : বছর একুশের তরুণ কল্পর্নাব। শিলচর এনআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। এই পুজোর মধ্যেই পশুবলির বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দিলেন তিনি। সপ্তমীতে এগারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত কাঁচাকান্তি মন্দিরের সামনে ধর্ণায় বসলেন। এখানেই শেষ নয়, কল্পর্নাব জানিয়ে দিয়েছেন, তিনি নবমীর সকালে একইভাবে শিলচর শ্যামানন্দ আশ্রমের সামনে ধর্ণায় বসবেন।

সপ্তমীর দুপুরে সবাই যখন পুজো নিয়ে ব্যস্ত, তখন হঠাৎই দেখা গেল, কাঁচাকান্তি মন্দিরের দেওয়াল ঘেঁষে ফুটপাতে আসন করে বসে রয়েছে একটি ছেলে। তাঁর পেছনেই একটি ব্যানার টাঙানো। তাতে লেখা রয়েছে, ‘সত্যাগ্রহ আন্দোলন, পশুবলির বিরুদ্ধে শপথ গ্রহণ করুন।’ আর ছেলেটি তাঁর বক্তব্য কাগজ বিলি করে ছড়িয়ে দিচ্ছে পথচলতি মানুষকে।

মানুষের কাছে লিফলেট বিলি করে কল্পর্নাব বলেছেন, পশুবলি একটি বর্বর, অমানবিক ও আদিম প্রথা। নিজের উদরপূর্তির জন্য ধর্মের নাম দিয়ে হত্যাকে প্রশ্রয় দেওয়া হয়। গৌতম বুদ্ধ, শঙ্করাচার্য থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু, যুগ যুগ ধরে মনিষীরা এই কুপ্রথার বিরোধিতা করে এসেছেন। তিনি আরও বলেছেন, এই প্রথার মাধ্যমে অনন্ত প্রেমময় ঈশ্বরকে মাংসলুব্ধ দানবে রূপান্তরিত করা হচ্ছে। নিজের জাগতিক আশা আকাঙ্খা পূরণে এটি ঈশ্বরকে উৎকোচ দেওয়ার নামান্তর বলেও তিনি উল্লেখ করেছেন।

ব্রহ্মবৈবর্ত পুরাণে কলিকালে পশুবলি নিষিদ্ধ থাকার কথা উল্লেখ করে কল্পর্নাব বলেন, মন্দিরে পশুবলির জন্য শিশুদের মনেও এর বিরূপ প্রভাব পড়ে। পাশাপাশি তিনি একটি বিষয়ও উল্লেখ করেন যে, তিনি মাংস খাওয়ার বিরোধিতা করছেন না, কিন্তু এতে ধর্মের নামাবলি চড়ানোর পক্ষে মোটেই নন।

কল্পর্নাবের অংক চর্চা, বিবেকানন্দ ও গান্ধী নিয়েও আগ্রহ রয়েছে। তাঁর বাবা কর্ণেল সত্যজিৎ গুপ্ত। ইতিমধ্যেই কল্পর্নাবের এই আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে সমালোচনার ঝড় উঠেছে। কেউ তাঁর আন্দোলনকে সহযোগিতা করার কথা বলছেন, তো কেউ বিরোধিতা করে পোস্ট করছেন। নবমীতে শ্যামানন্দ আশ্রমে পশুবলির বিরুদ্ধে তাঁর সত্যাগ্রহ আন্দোলনের আগাম ঘোষণায়ও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

October 17: A youth hardly of 21 years has launched a satyagraha against the ritual of animal sacrifice in temples which even organized associations would dare to organise. Kalpnarvh is a student of Mechanical Engineering at National Institute of Technology (NIT), Silchar. He sat in demonstration near the gate of Kachakanti temple at Udharbond on the day of Maha Saptami. He sat there displaying a banner and distributing pamphlets in support of his cause from 11 in the morning till 3 in the afternoon. It’s not the end of the story. Kalpnarvh has informed that he would hold a similar demonstration in front of the Shyamananda Temple, Silchar on the day of Nabami Puja.

When all were busy with Maha Saptami Puja, suddenly a young boy was noticed sitting quietly on the footpath near the gate of Kachakanti Temple at Udharbond. A banner was displayed behind him on the wall on which it was written “Satyagraha Movement: Let’s take an oath against animal sacrifice.” He was also distributing pamphlets on which the objective of his satyagraha was written. Both the banner and pamphlets were in Bengali language.

While distributing the leaflets, Kalpnarvh was trying to explain to the people the cruelty and barbarity behind the tradition of animal sacrifice. He courageously told that people with vested interest are carrying on this inhuman practice since ages hiding behind the garb of religion. Religious preachers like, Gautama Budhha, Sankaracharya, Chaitanya Mahapravhu have also objected against this inhuman practice. He further said that God who is worshiped in the name of ‘Mother’ is being insulted by sacrificing Her own creation before Her in order to appease Her. He said that a Mother can never be happy if her child is sacrificed in front of her.

He quoted Brahma Vaivarta Purana and argued that animal sacrifice has been denied in Kali Yuga. He also upheld the negative influence this practice impresses upon the mind of little children. He made it clear that his satyagraha was not against meat-eating, but rather urged to separate this evil practice from the religious rituals. He confidently said that religion is something which is pure and this purity should not be diluted by mixing such inhuman rituals like animal sacrifice.

Kalpnarvh is interested in mathematics. He also likes to read Swami Vivekananda and Mahatma Gandhi. His father is in the Indian army whose name is Colonel Satyajit Gupta. Meanwhile, this unique way of registering protest against animal sacrifice in temples has raised a storm in the social media, both for and against his appeal. His declaration to demonstrate in front of Shyamananda Ashram, Silchar on the day of Navami has also invited mixed reaction.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker