Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে চলছে মিশন রামধেনু টিকাপ্রদান
ওয়েটুবরাক, ৮ জুলাই : হাইলাকান্দি জেলাতেও বুধবার থেকে মিশন রামধেনু টিকাকরণ কার্যসূচি শুরু হয়েছে । রুটিন টিকাকরণ অভিযানকে আরও শক্তিশালী করতে স্বাভাবিক টিকার অতিরিক্ত এই টিকা দেওয়া হয়৷ কাল বুধবার হাইলাকান্দি লক্ষীশহরের হরিচরণ এল পি স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক দীপমালা গোয়ালা । পৌরোহিত্য করেন জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন৷ সভায় সন্তানদের এই টিকা নেওয়ার জন্য যত্নশীল হতে মায়েদের আহবান জানিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন ।
উল্লেখ্য, মিশন রামধেনু অনুসারে জুলাই মাসের সাত তারিখ থেকে তের তারিখ পর্যন্ত প্রথম ডোজ এবং আগস্ট মাসের সাত তারিখ থেকে তের তারিখ পর্যন্ত দ্বিতীয় ডোজ এবং সেপ্টেম্বর মাসের সাত তারিখ থেকে তের তারিখ পর্যন্ত তৃতীয় ডোজের তিনটি টিকা দেওয়া হবে । জেলার সব স্বাস্থ্য কেন্দ্রে বিনামুল্যে এই টিকা দেওয়া হবে । এদিনের সভায় দীপমালা গোয়ালা, আশুতোষ বর্মণ ছাড়াও ডিস্ট্রিক্ট ইম্যুনাইজেশন অফিসার ডাঃ কেটিএস রংমাই , মিডিয়া এক্সপার্ট মণিকা দাস প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ।