Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে ন্যায্য মূল্যের দোকান মারফত পতাকা বিক্রি
ওয়েটুবরাক, ৯ আগস্ট: হাইলাকান্দিতে ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত হর্ ঘর তিরঙ্গা কার্যসূচি পালানোর জন্য ন্যায্য মূল্যের দোকান মারফত জাতীয় পতাকা বিক্রি চলছে। মঙ্গলবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে পৌরহিত্য করে ডিডিসি আর কে লস্কর একথা জানান। তিনি বলেন, জেলার ন্যায্য মূল্যের দোকান মারফত ১ লক্ষ ৩ হাজার জাতীয় পতাকা বিক্রির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এবং এ পর্যন্ত ৫০ শতাংশ বিক্রি সম্ভব হয়েছে। বিভিন্ন সরকারি বিভাগ থেকে জাতীয় পতাকা বিক্রির লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়।
রাজ্য গ্রামীন জীবিকা মিশন থেকে জানানো হয়, এসএইচজি মারফত জেলায় এ পর্যন্ত ৭৭ হাজার জাতীয় পতাকা তৈরি করা হয়েছে এবং ৭৫ হাজার বিক্রি করা সম্ভব হয়েছে। ডিডিসি লস্কর সব বিভাগকে তাদের প্রকল্পস্থল, অফিস, ভবন ইত্যাদিতে তিনদিন জাতীয় পতাকা উত্তোলন সুনিশ্চিত করতে বলেন এবং জাতীয় পতাকা সম্মানজনকভাবে রাখাও সুনিশ্চিত করতে ব্যবস্থা নেবার নির্দেশ দেন।