Barak UpdatesHappeningsBreaking News

হাইলাকান্দিতে ন্যায্য মূল্যের আটা মঞ্জুর

ওয়েটুবরাক, ২৩ জুন: হাইলাকান্দি জেলায় কৃষক, চাষী সহ খাদ্য সুরক্ষা যোজনার কার্ডহোল্ডার পরিবারের জন্য ন্যায্য মূল্যের আটা মঞ্জুর হয়েছে ।। জেলার প্রত্যেক গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সমবায় সমিতির মাধ্যমে গণবন্টনের এজেন্টরা তা গ্রামাঞ্চলে বিতরণ করবেন।। জেলা প্রশাসন ইতিমধ্যে প্রত্যেক সমবায় সমিতিকে নির্ধারিত মিল থেকে আটা সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে । পাশাপাশি কৃষক, চাষী সহ খাদ্য সুরক্ষার কার্ডহোল্ডার পরিবারকে নিজ নিজ এলাকার ডিলার, সমিতির এজেন্টদের কাছ থেকে তা সংগ্রহ করতে আহবান জানানো হয়েছে। জুন মাসে প্রত্যেক পরিবারের জন্য ১ কেজি ৯৪৭ গ্রাম করে আটা মঞ্জুর করা হয়েছে ।

Pakistan to see collaborative public-private push for financially  sustainable food fortificationজেলার ষোলটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সমবায় সমিতিতে ৩৪২ কুইন্টাল ৪০ কেজি আটা মজুত রয়েছে। অপরদিকে, খাদ্য সুরক্ষা যোজনার কার্ডহোল্ডারদের জন্য জেলার ষোলটি সমবায় সমিতির ১ লক্ষ ৮ হাজার ৯১০টি কার্ডে ২১২০ কুইন্টাল আটা রয়েছে । অন্যদিকে, কৃষক চাষীদের পরিবারের জন্য ৩৪২ কুইন্টাল আটা মঞ্জুর করা হয়েছে বলে জেলা জনসংযোগের পক্ষ থেকে জানানো হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker