Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে জবকার্ড ভেরিফিকেশনের নির্দেশ পিএসি-র
ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বর: বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীর নেতৃত্বে আসাম বিধানসভার পাবলিক একাউন্টস কমিটি (পিএসি. ) হাইলাকান্দির এমজিএনরেগার জব কার্ডগুলি পুনরায় ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছে। বুধবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত বিধানসভার পাবলিক একাউন্টস কমিটি এক পর্যালোচনা সভায় এই ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়। সভায় পাঁচগ্রামের সন্তোষনগরে গ্রাম উন্নয়ন বিভাগের উদ্যোগে নির্মাণ করা প্রধানমন্ত্রী আবাস যোজনার ১৪টি ঘরের অসম্পূর্ণ রাস্তা, কালভার্ট, শৌচালয় ইত্যাদি নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি গ্রাম উন্নয়ন বিভাগে নতুন কাজে যোগ দেওয়া বিডিওদেরকে তাদের উন্নয়ন এলাকায় নতুন স্কিমগুলি পরিদর্শনের কাজ বাড়াতে বলেন।
পূর্ত বিভাগের কাজকর্ম সম্পর্কে কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করে বলেন, পূর্ত বিভাগের কাজকর্মে পরিবর্তন এসেছে। সভায় জানানো হয়, মিজোরাম বর্ডার এলাকায় ২৪ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছে। হাইলাকান্দি এসকে রায় শিশু হাসপাতালে নির্মাণ করা আইসিইউর কাজও যথেষ্ট ভালো হয়েছে। সরবরাহ বিভাগের প্রকল্প, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার বন্টন করা চাল, অন্যান্য সামগ্রীর পরিমাণ সম্পর্কে তদন্ত চালানো হবে বলে সভায় জানিয়ে দেওয়া হয়। জেলায় বেআইনি মদ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেও আবগারি বিভাগকে তাদের বিভাগে দীর্ঘদিন থেকে একই স্থানে কর্মরত কর্মচারীদের বদলির নির্দেশ দেওয়া হয়।
জেলায় গত চার বছরে ঝড়-তুফান এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের তালিকা কমিটির কাছে জমা দিতে সভায় জানিয়ে দেওয়া হয়। সভাপতির ভাষণে বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী বলেন, হাইলাকান্দি জেলা বিভিন্ন বিভাগের প্রকল্পগুলি রূপায়ণের ক্ষেত্রে আগের তুলনায় অনেক স্বচ্ছতা এসেছে। এর আগে কমিটির সদস্যরা জেলার আলগাপুর উন্নয়নের বিভিন্ন প্রকল্প সহ জেলায় বাস্তবায়ন করা বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। সভায় অংশ নেওয়া বিধায়করা হলেন ভবেন্দ্রনাথ ভরালি, উৎপল বরা, বসন্ত দাস, হাফিজ বশির আহমেদ, মানব ডেকা, কমলাক্ষ দে পুরকায়স্থ, করিম উদ্দিন বড়ভূঁইয়া, সুজাম উদ্দিন লস্কর এবং জাকির হোসেন লস্কর।