Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে গণবণ্টনের কেরোসিন বরাদ্দ
ওয়েটুবরাক, ২০ জানুয়ারি : হাইলাকান্দি জেলায় গণবণ্টনের নীল কেরোসিন জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের জন্য বরাদ্দ করা হয়েছে। সরবরাহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, জেলার শহর বা গ্রাম খাদ্য সুরক্ষা কার্ডের প্রতিটি পরিবারের জন্য রেশন দোকানি মারফত ১ লিটার ১৫০ মিলিলিটার নীল কেরোসিন এই তিন মাসের প্রতি মাসে বন্টন করা হবে। এছাড়া হকার মারফত পরিবার পরিচয় পত্র থাকা কার্ড প্রতি ৬১৮ মিলিলিটার করে কেরোসিন এই তিন মাসের প্রতি মাসে বন্টন চলবে।