Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে গণবণ্টনের আটা-কেরোসিন বরাদ্দ
ওয়েটুবরাক, ২৩ জুলাই: হাইলাকান্দি জেলায় ন্যায্য মূল্যের দোকান মারফত বন্টন করা জুলাই মাসের আটা এবং কেরোসিন বরাদ্দ করা হয়েছে। সরবরাহ বিভাগ থেকে জানানো হয়েছে, জুলাই মাসে খাদ্য সুরক্ষার কার্ড প্রতি এক কিলো ৯১৮ গ্রাম করে আটা বরাদ্দ করা হয়েছে । এছাড়া জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ন্যায্য মূল্যের দোকান মারফত কার্ড প্রতি ১ লিটার ১৫০ মিলিলিটার কেরোসিন এবং হকার মারফত ৬১৯ মিলিলিটার কার্ড প্রতি কেরোসিন বন্টন করা হবে।