Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে উদ্ধার ৫২টি ইন্দোনেশিয়ান পশুপক্ষী, ধৃত ২
ওয়েটুবরাক, ৩০ মার্চঃ হাইলাকান্দি জেলায় পাচারের পথে উদ্ধার হল ৫২টি দুষ্প্রাপ্য পশুপক্ষী৷ গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে৷ পুলিশ জানিয়েছে, ইন্দোনেশিয়া থেকে সেগুলিকে মায়ানমার, মিজোরাম, আসাম হয়ে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়া হচ্ছিল৷ তবে সেখানে ওইসব বিদেশি পশুপক্ষী নিয়ে কী করা হতো, বা কার ঠিকানায় নিয়ে যাওয়া হচ্ছিল না, ধৃতরা বলতে পারেননি৷ উদ্ধারকৃত ইন্দোনেশিয়ান পশুপক্ষীর মধ্যে রয়েছে একটি ববিরসা (সে দেশের রাজহাঁস), ২টি হর্নবিল, ৬টি ব্ল্যাক লরিস এবং ৪৩টি রেড ব্লু লরিস৷
হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার এস বরুয়া বলেন, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তারা গাড়িটিকে থামার সঙ্কেত দেন৷ চালক ব্যারিকেড ভেঙে দ্রুত ছুটে চলে৷ এর পরই পেছনে তাড়া করে ধরা হয়৷ গ্রেফতার করা হয় মইনুদ্দিন আলি ও সামসুদ্দিন হক নামে দুই পাচারকারীকে৷ দুজনেরই বাড়ি হাজোতে৷ হাইলাকান্দির ডিএফও অখিল দত্ত জানান, দুষ্প্রাপ্য পক্ষীগুলিকে নিরাপদ স্থানে রাখা হয়েছে৷ শীঘ্রই তাদের গুয়াহাটি চিড়িয়াখানায় পাঠানো হবে৷