Barak UpdatesHappeningsBreaking News
হর ঘর তিরঙ্গা: বৃহস্পতিবার হাইলাকান্দিতে শোভাযাত্রা
ওয়েটুবরাক, ১০ অক্টোবর : স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে জাতীয় পতাকা উত্তোলন করে রাখার কর্মসূচি বা “হর ঘর তিরঙ্গা” সম্পর্কে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার হাইলাকান্দি শহরে এক শোভাযাত্রা বের করা হবে। শহরের একাদশ শহিদ স্মারক স্থল থেকে বিকেল চারটায় এই শোভাযাত্রা শুরু হবে। আসাম রাজ্য নগর জীবিকা মিশনের হাইলাকান্দি শাখার উদ্যোগে এই শোভাযাত্রায় জেলার এস এইচ জির স্বেচ্ছাসেবীরা অংশ নেবেন।
এদিকে জেলায় এই কর্মসূচি সফল করে তুলতে সরকারি সব বিভাগ, এজেন্সির তৎপরতায় গতি আনা হয়েছে। রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের হাইলাকান্দি শাখার উদ্যোগে জেলা জুড়ে জাতীয় পতাকা বিক্রির ২০৮টি স্টল খোলা হয়েছে। এতে এ পর্যন্ত ৭৭ হাজার ৩০৪টি জাতীয় পতাকা বিক্রি করা হয়েছে। ব্যাংক চা বাগান কর্তৃপক্ষ এবং বিভিন্ন সরকার বিভাগের চাহিদা অনুসারে জাতীয় পতাকা আরও তৈরি করার কাজ অব্যাহত রয়েছে।
এ দিকে, জেলার চা বাগান গুলিতেও যাতে হরঘর তিরঙ্গা কার্যসূচি সফল করা যায়, সে উদ্দেশ্য চা বাগান কর্তৃপক্ষ গুলির সঙ্গেও সম্প্রতি প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিডিসি আরকে লস্করের পৌরোহিত্যে সভায় জেলার বাগান কর্তৃপক্ষকে তাদের বাসিন্দাদের ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে রাখা সুনিশ্চিত করতে বলা হয়। এদিকে জেলা সৈনিক কল্যাণ আধিকারিক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন দয়াল সাতনামি জেলার প্রাক্তন সৈনিক জওয়ানদেরকে তাদের বাসবনে হর ঘর তিরঙ্গা কার্যসূচিতে জাতীয় পতাকা উত্তোলন করে রাখার আবেদন জানিয়েছেন।