NE UpdatesHappeningsBreaking News
হঠাৎ প্লাবিত উমরাংশুর কয়লাখনি, আটকে কমপক্ষে ১৫ শ্রমিক
হাফলং, ৬ জানুয়ারি : সোমবার সকালে ডিমা হাসাও জেলার একটি কয়লা খনিতে হঠাৎ জল ঢুকে পড়ায় অন্তত ১০ থেকে ১৫ শ্রমিক আটকে পড়েছেন। ঘটনাটি ঘটেছে জেলার উমরাংশুর অন্তর্গত টিংকিলো এলাকায় থাকা একটি কয়লা খনিতে।
ডিমা হাসাও পুলিশ সুপার মায়াঙ্ক ঝা ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেননি। তিনি বলেন, “কয়লা খনিটি উমরাংশু থেকে অনেক দূরে রয়েছে। আমরা একটি উদ্ধারকারী দল পাঠিয়েছি এবং তার পরেই ঘটনার বিস্তারিত জানা যাবে।”
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার দিকে প্রায় ২৭ জন শ্রমিক খনিতে প্রবেশ করেন। কিন্তু প্রবল জলস্রোতে খনিটি প্লাবিত হয় এবং কয়েকজন শ্রমিক বের হতে সক্ষম হলেও অনেকেই ভেতরে আটকে পড়েন।
ডিমা হাসাও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, হোজাই জেলা থেকে এসডিআরএফ-এর একটি দল আগামীকাল ঘটনাস্থলে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, জেলা প্রশাসন শ্রমিকদের উদ্ধার করতে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে।
উল্লেখ্য, কয়লা খনিটি উমরাংশু থানা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আসাম-মেঘালয় সীমান্তে রয়েছে। কয়লা খনিটি প্রায় ৩০০ ফুট গভীর এবং ইতিমধ্যে প্রায় ১০০ ফুট প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, কয়লাখনির ভেতরে থাকা শ্রমিকদের অবস্থা এখনও জানা যায়নি।
এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কিছু শ্রমিক উমরাংশুর কয়লা খনিতে আটকে পড়েছেন। সঠিক সংখ্যা এবং অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। জেলাশাসক, পুলিশ সুপার এবং মন্ত্রী কৌশিক রাই ইতিমধ্যেই ঘটনাস্থলে রওনা হয়েছেন। আমি ঈশ্বরের কাছে তাদের নিরাপত্তার জন্য প্রার্থনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমরা সেনাবাহিনীকে এই উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য অনুরোধ করেছি। রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীও সহায়তা করার জন্য ঘটনাস্থলে যাচ্ছে।”