Barak UpdatesHappeningsBreaking News
স্মার্ট সিটি মিশনের তালিকাভুক্ত হোক শিলচর, দাবি থাউজেন্ড সায়ন্তনের
ওয়েটুবরাক, ১০ আগস্ট : কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি মিশনের তালিকায় শিলচরকে অন্তর্ভুক্ত করার দাবি তুলল থাউজেন্ড সায়ন্তন। তাদের কথায়, কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি মিশন গাইডলাইন এন্ড স্টেটমেন্টে পরিষ্কার করে লেখা আছে ‘স্মার্ট সিটি কনসাল্টিং ফার্ম’ নিয়োগ করে স্মার্ট সিটি প্রপোজাল বানিয়ে কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি মিশন অন্তর্গত ‘চ্যালেঞ্জ’ পর্যায়ে অংশ নিতে পারে।
এই প্রক্রিয়ায় এগিয়ে গিয়ে শিলচরকে আসামের দ্বিতীয় স্মার্ট সিটি গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থাউজেন্ট সায়ন্তনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রীকে ই-মেমোরেন্ডাম পাঠিয়ে থাউজেন্ড সায়ন্তন যুবক দল বলে, শিলচরের জন্যও স্মার্ট সিটি প্রপোজাল তৈরি করা হোক এবং তার জন্য রাজ্য সরকার জাতীয় মানের কোনও এক বৃহৎ স্মার্ট সিটি কনসাল্টিং ফার্ম যেন নিয়োগ করে।
এই কনসাল্টিং ফার্ম শিলচরের নাগরিক সমাজ তথা স্থানীয় বিভিন্ন বর্গের সঙ্গে আলোচনা করে তৈরি করবেন আধুনিক মানের ‘ডি পি আর’ অর্থাৎ স্মার্ট সিটি প্রপোজাল ( এস সি পি ), এবার রাজ্য সরকার এই স্মার্ট সিটি প্রপোজাল নিয়ে পার্টিসিপেট করবেন কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি মিশনের অন্তর্ভুক্ত চ্যালেঞ্জ পর্যায়ে, এইভাবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আসামের দ্বিতীয় মুখ্য শহর শিলচর অন্তর্ভুক্ত হতে পারে কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি মিশনের তালিকায়।