Barak UpdatesHappeningsBreaking News
স্বাস্থ্যসেবার গুণোৎসবে রাজ্যসেরার পুরস্কার নিল কাছাড়
ওয়েটুবরাক, ৬ জুলাই: স্বাস্থ্যসেবার গুণোৎসবে রাজ্যসেরার পুরস্কার গ্রহণ করল কাছাড় জেলা। বুধবার গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সেটি রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা । তাঁর সঙ্গে সে সময়ে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) যুবরাজ বরঠাকুর, জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মণ, এনএইচএমের জেলা কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ সহ শিলচর সিভিল হাসপাতালের সুপার, সব স্বাস্থ্যখণ্ড ও বিভিন্ন চিকিৎসাকেন্দ্রের আধিকারিকরা। মঞ্চে ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, মন্ত্রী যোগেন মোহন, নন্দিতা গারলোসা, উরাখাও ব্রহ্ম, অশোক সিংঘল, প্রমোদ বড়ো, চন্দ্রমোহন পাটোয়ারি, মুখ্যসচিব পবন কুমার বরঠাকুর, প্রিন্সিপাল সেক্রেটারি অবিনাশ যোশি, কেন্দ্রীয় সচিব ডাঃ পি অশোক বাবু, আয়ুক্ত সচিব ডাঃ সিদ্বার্থ সিংহ, এন এইচ এমের মিশন সঞ্চালক ডাঃ এস লক্ষীপ্রিয়া প্রমুখ।
উল্লেখ্য, রাজ্যের ৩৩টি জেলায় এই প্রথমবারের মতো স্বাস্থ্য সেবা উৎসব শুরু হয়। শিক্ষা বিভাগের গুনোৎসবের ধাঁচে অনুষ্ঠিত এই উৎসবে কাছাড় জেলার ৪২ টি চিকিৎসাকেন্দ্রকে এর আওতায় আনা হয়। এরমধ্যে ২২ টি হাসপাতাল ‘এ’ গ্রেড নম্বর পেয়ে রাজ্যের মধ্যে সর্বোচ্চ স্থান লাভ করে। শতাংশের হারে সেটি ৫২ । তাছাড়া ১৯টি ‘বি’ গ্রেড এবং ১টি ‘সি’ গ্রেড স্থান লাভ করে। প্রসঙ্গত রাজ্যের ১২৪৫টি হাসপাতালকে স্বাস্থ্য সেবা উৎসবে অন্তর্ভুক্ত করা হয়েছে।