Barak UpdatesHappeningsBreaking News
স্বাস্থ্যব্যবস্থা: ই-মেলে মার্চ ফর সায়েন্সের স্মারকপত্র পীযূষকে
২৭ আগস্ট: যুদ্ধকালীন তৎপরতায় মেডিক্যাল কলেজে আইসিইউর সংখ্যা বৃদ্ধি, গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদানে সরকারি হাসপাতালে অতিরিক্ত বেডের ব্যবস্থা করা, মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল ও কোভিড কেয়ার সেন্টারগুলোতে রোগীদের নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া, প্রত্যেক হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক করোনা টেস্ট কিটের ব্যবস্থা করা প্রভৃতি দাবিতে মার্চ ফর সায়েন্সের শিলচর চাপ্টারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকাকে এক স্মারকলিপি প্রদান করা হয়৷ মন্ত্রী শিলচর শহরে অবস্থান করলেও তাঁরা এগারো দফা দাবি জানান তাঁর ই-মেলেই৷
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, যারাই করোনা টেস্ট করাচ্ছেন, তাদের হাতে সই এবং সিল যুক্ত সঠিক রিপোর্ট তুলে দিতে হবে । মৃত্যু পরবর্তী ময়নাতদন্তের রির্পোটের এবং ডেথ অডিট বোর্ডের রিপোর্টের স্বচ্ছতা সুরক্ষিত করতে হবে, জেলা হাসপাতালে আইসিইউর ব্যবস্থা করতে হবে ও প্রতিটি কোভিড কেয়ার সেন্টারে অক্সিজেন সিলিন্ডার রাখতে হবে, মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল ও কোভিড কেয়ার সেন্টারগুলো পরিস্কার, পরিচ্ছন্ন রাখতে অতিরিক্ত সাফাই কর্মী নিয়োগ করতে হবে, প্রতিশ্রুতি মতো হোম আইসোলেশনে থাকা রোগীদের অক্সিমিটার পৌঁছে দিতে হবে, কোভিড আক্রান্ত নয় এমন রোগীদের চিকিৎসা প্রদানের জন্য প্রয়োজনে সরকারকে বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতালের প্রতিটি শূন্যপদে দ্রুত নিয়োগ করতে হবে ।