Barak UpdatesHappeningsBreaking News

স্বাধীনতার ৭৫ : অরুণাচল আশ্রমে গিয়ে বঙ্গ সাহিত্যের শ্রদ্ধা

ওয়েটুবরাক, ১৪ আগস্ট : শিলচরের অরুণাচল আশ্রমের প্রতিষ্ঠাতা দয়ানন্দ ঠাকুরকে ব্রিটিশ পুলিশ বিপ্লবী বলে সন্দেহ করত৷ তাঁর আশ্রমগুলিকে মনে করত স্বাধীনতা বিপ্লবীদের আখড়া৷ ১৯১২ সালে তাঁর মৌলভীবাজারের জগৎসী আশ্রমে হানা দিয়েছিল পুলিশ৷ ব্যাপক গুলি চালিয়ে ভয়ের পরিবেশ কায়েম করে ধরে নিয়েছিল দয়ানন্দ ঠাকুর সহ ৫৮ জনকে৷ দেড় বছর কারাদণ্ড ভোগ করেন দয়ানন্দ ঠাকুর৷ তাঁর শিষ্যবৃন্দ এবং বর্তমান আশ্রম কর্তৃপক্ষ বিশ্বাস করেন, ঠাকুর বিপ্লবী ছিলেন না৷ বিনা দোষে তাঁকে জেলে থাকতে হয়েছিল৷

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে এক প্রতিনিধি দল স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে শনিবার অরুণাচল আশ্রমে গিয়ে ব্রিটিশের হাতে দেড় বছর বন্দি দয়ানন্দ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে৷ আশ্রমের বর্তমান কর্তৃপক্ষ শক্তি চৈতন্য মহারাজের সঙ্গে কথা বলে তাঁদের বর্তমান কাজকর্ম সম্পর্কে অবগত হন৷ দয়ানন্দ ঠাকুর সম্পর্কে আলোচনা হয় সেখানে৷ প্রতিনিধি দলে ছিলেন সম্পাদক উত্তমকুমার সাহা এবং দুই সহসম্পাদক সুশান্ত সেন ও কৃষ্ণগোপাল হালদার৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker